Scores

কেমন হতে পারে ঢাকা টেস্টের একাদশ?

সিলেট টেস্ট হারের গ্লানি এখনও মুছে যায়নি। এরই মধ্যে বাংলাদেশ দলকে প্রস্তুত হতে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য, যার ভেন্যু ঢাকার মিরপুর স্টেডিয়াম।

দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট পান তাইজুল

দল প্রস্তুতি নিচ্ছে, আর অন্যদিকে ঢাকা টেস্টের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। সিলেটে বাংলাদেশের পরাজয়ের পেছনে ‘ভুল একাদশ’কেও দায়ী করেছিলেন অনেকে। ঢাকা টেস্টে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসছে, সেটি নিশ্চিত। এখন প্রশ্ন হল- কেমন পরিবর্তন আসবে কিংবা কেমন হবে একাদশ।

সিলেটে এক পেসার নিয়ে একাদশ সাজিয়ে টিম ম্যানেজমেন্টকে কম সমালোচনা হজম করতে হয়নি। সেই সমালোচনার ইতি ঘটেছে পরাজয় আসার পর। তবে ঢাকা টেস্টে এক পেসার নিয়ে মাঠে নামার ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। তাই মিরপুরের রহস্যময় উইকেটে গতির ঝড় তোলার জন্য দায়িত্বে থাকবেন দুইজন টাইগার।

Also Read - স্মরণীয় হল না হেরাথের শেষ ম্যাচ

গত ম্যাচে খেলা সিলেটের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী হোমটাউন থেকে রাজধানীতে ফিরে একাদশে জায়গা হারাতে পারেন। টিম ম্যানেজমেন্ট দুই পেসার দিয়ে একাদশ তৈরির চিন্তা করলেই সেই বিবেচনায় রাহীর চেয়েও জোরালো শফিউল ইসলামের নাম। আর ইনজুরির ধকল সামলাতে গত ম্যাচে না খেলা মুস্তাফিজুর রহমান এই ম্যাচে থাকছেন নিশ্চিতভাবেই। রাহীর বদলে দলে ঢুকার নিশ্চয়তা নেই শফিউলেরও। শফিউলকে না নিয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সিলেটের আরেক পেসার খালেদ আহমেদকেও ডাকা হতে পারে সিরিজের শেষ টেস্টে বল হাতে ঘাম ঝরানোর দায়িত্ব।

দুইজন পেসার থাকলে একজন স্পিনার বাদ যাবেন- এটি সহজ হিসেব। সেই ‘হিসেব’ এর বলি হয়ে একাদশের বাইরে থাকতে হতে পারে স্পিনার নাজমুল ইসলাম অপুকে। শেষ টেস্টে রেকর্ড গড়া তাইজুল ইসলাম মেহেদী হাসান মিরাজ- এই দুজনের ভারেই ন্যস্ত থাকবে স্পিন আক্রমণভাগের দায়িত্ব। ব্যাটিং অর্ডারের মত পরিবর্তন আসতে পারে একাদশের ব্যাটসম্যানদের তালিকায়ও, তবে সেই সম্ভাবনা খুব ক্ষীণই বলা চলে। আর যদি সেটি হয়ও, একাদশ থেকে বাদ পড়া লাগতে পারে নাজমুল হোসেন শান্তর।

আরও পড়ুন: পরাজয়ের বৃত্ত ভেঙে সমতা আনল অস্ট্রেলিয়া

Related Articles

১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত

টেস্ট ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে জাফর একা নন

নিউজিল্যান্ডের লজ্জার রেকর্ডের ৬৪ বছর পূর্তি

টেস্টের মানসিকতা ওয়ানডেতে ‘ট্রান্সফার’ করার চেষ্টায় সাদমান