Scores

কোচদের বেতন কাটার কথা ভাবছে বিসিবি

করোনাভাইরাস পরিস্থিতির কবে প্রত্যাশিত উন্নতি হবে আর কবে ক্রিকেট ফিরবে মাঠে, তার কোনো ঠিকঠিকানা নেই। ক্রিকেটারদের মত বাংলাদেশ দলের কোচরাও তাই যার যার ঘরে সময় কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে কোচদের বেতন কাটার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ডমিঙ্গোদের বেতন কাটার কথা ভাবছে বিসিবি -

বোর্ডের বেতন কাটার এই পরিকল্পনা অবশ্য অযৌক্তিক নয়। খেলাধুলা বন্ধ থাকায় বোর্ডের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তার চেয়েও বড় কথা, কোচদের কোনো কাজই করতে হচ্ছে না। এমন পরিস্থিতি কয়দিন চলবে, অনুমান করাও দুঃসাধ্য।

Also Read - আশরাফুলের ঐতিহাসিক ব্যাটের নিলাম বাতিল!জিম্বাবুয়ে সিরিজের পর কোচরা ফিরে গেছেন নিজ নিজ দেশে। তাদের কাজ শুরুর আগে এখন বাংলাদেশের পাশাপাশি নিজ নিজ দেশের পরিস্থিতিও বিবেচনা করতে হবে। এমন অচলাবস্থা দীর্ঘদিন চললে কোচদের নিয়মিত নির্ধারিত পারিশ্রমিক পরিশোধ করা কঠিন হয়ে উঠতে পারে; তা বিসিবি কেন, যেকোনো বোর্ডের জন্যই।

এ বিষয়ে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন পরিচালক আকরাম খান সংবাদমাধ্যম ক্রিকবাজকে বলেন, ‘পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হবে, আমরা হয়ত কোচদের সাথে চুক্তি ও পারিশ্রমিকের ব্যাপারটি নিয়ে বসবো কারণ আমরা এই বছরের পাঁচ-ছয় মাস বন্ধেই হারিয়ে ফেললে দেখতে হবে দুই পক্ষের উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে।’

বাংলাদেশের কোচিং স্টাফের সদস্যদের মধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিজিও জুলিয়ান ক্যালেফেতোর সাথে বোর্ডের বার্ষিক চুক্তি। অন্যদিকে স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে চুক্তি নির্দিষ্ট দিনের চুক্তিতে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৪৫ ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

চাহালের বিয়ে নিয়ে শেবাগের ঠাট্টা

ধারাবাহিক অনুশীলনেই মিলবে পুরনো ছন্দ, বলছেন নাঈম

করোনাকালে আইপিএল: গিটার-তাস রাখার পরামর্শ ব্রেট লি’র

শ্রীলঙ্কায় আইসোলেশনে থাকতে হবে না বাংলাদেশ দলকে