Scores

“কোচিং আমার পেশা”

প্রধান কোচ স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন নতুন কোচের খোঁজে আছে। টাইগারদের ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন প্রধান কোচের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত আছেন। তবে সেক্ষেত্রে দীর্ঘ মেয়াদী চুক্তিতে যেতে চান তিনি।

খালেদ মাহমুদ সুজন

 ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ”এ দেয়া এক সাক্ষাৎকারে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে টাইগারদের কোচ হওয়ার প্রকাশ করেন বর্তমান ম্যানেজার। একই সময়ে দুই দায়িত্বে থাকলে সমালোচনার শিকার হওয়ার আশঙ্কা করে তিনি জানান, দীর্ঘ মেয়াদে কোচ হতে পারলে বিসিবির পরিচালকের দায়িত্ব ছেড়ে দেবেন।

Also Read - ইংল্যান্ডই ফেভারিট, তবে যেকোনো কিছুই সম্ভব: উইলিয়ামসন


সুজনের ভাষায়, ‘আমি বিসিবি পরিচালকের পদ ছাড়তে রাজি আছি যদি বোর্ড আমাকে দীর্ঘ মেয়াদে কোচের দায়িত্ব দিতে চায়। আগের বার যখন বোর্ড পরিচালক থাকাকালীন আমি অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলাম তখন অনেক সমালোচনার শিকার হয়েছিলাম। তাই মনে করি, প্রধান কোচের দায়িত্ব পেলে পরিচালকের দায়িত্ব ছেড়ে দেয়াটা সঠিক সিদ্ধান্ত।’

দীর্ঘ মেয়াদী কোচ বলতে খালেদ মাহমুদ বুঝিয়েছেন, ২০২৩ সালের বিশ্বকাপ কিংবা অন্তত পক্ষে ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। কারণ হিসেবে জানিয়েছেন, পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে সে অনুযায়ী দলকে এগিয়ে নিয়ে যেতে হলে সময় লাগবে।

তিনি কোচ হওয়ার ক্ষেত্রে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন কিনা এই বিষয়ে জানান, ‘আপনি যখন একজন কর্মকর্তা হিসেবে কাজ করবেনতখন এই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। কিন্তু কোচিং আমার পেশা, যার জন্য আমি অন্য সব দায়িত্ব ছেড়ে দিতে রাজি আছি।’

এর আগে ২০১৭ সালে চন্ডিকা হাথুরাসিংহের বিদায়ের পর দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। একই সময়ে আবার বিসিবির পরিচালক পদেও বহাল ছিলেন সুজন। তাছাড়া গত কয়েক বছর ধরেই বিরতি দিয়ে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

২০১৮ সালের জুন মাসে স্টিভ রোডস কোচ হিসেবে আসলে টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে ইস্তফা নিয়েছিলেন সুজন। চলতি মাসের (জুলাই) শেষের দিকে নতুন কোচের ব্যাপারে সভায় বসার কথা বিসিবির।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সুজনের বন্দনায় মেতেছেন আমির

সেঞ্চুরির কৃতিত্ব সুজনকে দিলেন শান্ত

ভাষা ইস্যুতে গিবসকে একহাত নিলেন সুজন

সুজনের কোচ হওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেন মাশরাফি-মাহমুদউল্লাহ

সুযোগ পেলে বোলিং কোচ হতে আগ্রহী সুজন