Scores

কোচিং স্টাফে বড় রদবদল আনছে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল হারার পরেই ভারতের দুই কোচ বিদায় নিয়েছে। এবার আরও বড় পরিবর্তন আসতে যাচ্ছে দলটির কোচিং স্টাফে। প্রধান কোচ মোট ৭টি পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

দেশে ফিরতে টিকিট বিড়ম্বনায় ভারত

বিশ্বকাপের সাথে মেয়াদ শেষ হওয়া কোচদের সাথে ইতোমধ্যেই দেড় মাস (৪৫ দিন) চুক্তি বৃদ্ধি করেছে বিসিসিআই। তবে ফিজিও প্যাট্রিক ফরহার্ট ও কন্ডিশনিং কোচ শঙ্কর বসু বিশ্বকাপ থেকে ভারত বিদায় নেয়ার দিনেই বিদায় নিয়েছেন। হঠাৎ তাদের এই স্বেচ্ছায় বিদায়ের কারণ অবশ্য জানাননি।

Also Read - দলে ফেরার দিনে তাইজুলের চার উইকেট


প্রধান কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিজিও, কন্ডিশনিং কোচ ও প্রশাসনিক পরিচালক পদে নতুন মুখের খোঁজে আছে ভারত। কারণ এই ৭টি পদের জন্যও বিজ্ঞাপন দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রধান কোচ রবি শাস্ত্রীকেও নিজের অবস্থান বজায় রাখার জন্য আবার আবেদন করতে হবে।

আবেদন করার ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দিয়েছে বিসিসিআই। প্রধান কোচের আবেদনকারীকে অন্তত ৩০ টেস্ট বা ৫০ ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। কোন টেস্ট খেলুড়ে দলের কোচ হিসাবে অন্তত ২ বছর বা কোন ‘এ’ দল বা আইপিএল দলের অন্তত ৩ বছর কোচিং করানোর অভিজ্ঞতা লাগবে।

এছাড়া ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ ও বোলিং কোচদেরও অন্তত ২৫ ওয়ানডে বা ১০ টেস্ট খেলার অভিজ্ঞতা এবং বয়স হতে হবে ৬০ বছরের কম চাওয়া হয়েছে।

প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আবেদন জমা দেয়ার অনুরোধ জানান হয়েছে। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে খেলার সময়টায় নতুন কোচদের সাক্ষাৎকার গ্রহণ করবে বিসিসিআই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের আসন্ন সিরিজে রবি শাস্ত্রীই প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। তাছাড়া সঞ্জয় বংগারও বহাল থাকবেন এই সিরিজে।

২০১৭ সালে ভারতের কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলেকে সরিয়ে রবি শাস্ত্রীকে কোচ হিসেবে আনা হয়েছিল। কারণটা অবশ্য ছিল অধিনায়ক বিরাট কোহলির পছন্দ ও অপছন্দ। তবে এবার পদ ছাড়তে হতে পারে শাস্ত্রীকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

খাবারও ভাগাভাগি করতে পারবেন না কোহলি-আনুশকারা

লোকসানের শঙ্কা নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে বিসিসিআই

অনুশীলনে ফিরছেন কোহলিরা, মাস্কে লিখতে হবে নাম

বয়স লুকালেই দুই বছরের নিষেধাজ্ঞা

১০ মাস ধরে বেতন পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা