SCORE

সর্বশেষ

কোচের কাছে ব্যর্থতার কারণ জানতে চাইবেন পাপন

দক্ষিণ আফ্রিকা সফর যেন উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে এনেছে। খেলোয়াড়দের শরীরী ভাষায় কোনো দাম্ভিকতা না থাকলেও সাম্প্রতিককালে দেশের ক্রিকেট যে সফলতা পাচ্ছিল, তা তো নির্দ্বিধায় ছিল এদেশের মানুষের গর্বের বিষয়। তবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট-ওয়ানডে-টি-২০ তিন ফরম্যাটেই ধবলধোলাইয়ের পর সেই গর্বের প্রলেপে হতাশার ছায়া পড়েছে।

পাপন papon

বাংলাদেশ দলের এমন নজিরবিহীন ব্যর্থতার জন্য অনেকেই দুষছেন কোচিং স্টাফকে। বিশেষ করে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকেই অভিযোগের তীরটা যাচ্ছে বেশি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদায়ী সভাপতি ও আগামী কমিটির প্রত্যাশিত সভাপতি নাজমুল হাসান পাপন জানান, চন্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরলে তার কাছে দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যর্থতার কারণ জানতে চাওয়া হবে।

Also Read - মাশরাফিদের নিয়ে গেম খেলা যাবে মোবাইলে

নাজমুল হাসান পাপন বলেন, ‘কোচ ছুটিতে থাকলেও আমরা তাকে দেশে এনে কথা বলার চেষ্টা করব। দলের এমন খারাপ পারফরম্যান্সের বিষয়ে তার বক্তব্যও আমাদের শুনতে হবে। এটা গুরুত্বপূর্ণ। আমরা তার সঙ্গে যোগাযোগ করব।’

প্রোটিয়াদের বিপক্ষে ম্লান পারফরমেন্সের পেছনে দৃষ্টিকটু ছিল বোলিং ইউনিটের ব্যর্থতা। দক্ষিণ আফ্রিকান বোলাররা যেখানে মুড়িমুড়কির মতো উইকেট পেয়েছেন, সেখানে আমাদের বোলারদের উইকেট পেটে সংগ্রাম করতে হয়েছে। তবে দোষ শুধু বোলারদেরই নয়, ব্যাটসম্যানদের উপরও চাপাচ্ছেন পাপন।

তিনি বলেন, ‘শুধু বোলারদের দোষ দিলে চলবে না। ব্যাটসম্যানদেরও ব্যর্থতা আছে। আমাদের দলের ব্যাটিং লাইন আপ ভালো। অথচ ওখানে এমন ফ্ল্যাট উইকেটেও তারা ভালো করতে পারেনি। এর পেছনের কারণগুলো আমাদের জানতে হবে।’

বাংলাদেশের এমন হার মেনে নেওয়ার মতো নয় বলে মনে করছেন দেশের ক্রিকেটের অন্যতম সফল বোর্ড সভাপতি- ‘বাংলাদেশ হারতেই পারে। তবে, এভাবে হারাটা মোটেও মেনে নেয়ার মতো না। আমাদেরকে দেখতে হবে এর পেছনে অন্য কোনও কারণ আছে কি না? এ বিষয়ে কোচিং স্টাফ, ম্যানেজার, নির্বাচক, খেলোয়াড় সবার কাছে জানতে চাইব। মূল সমস্যাটা কী সেটা আমাদের বের করতে হবে।’

তিনি বলেন, ‘সামনে বাংলাদেশকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এতদিন বাংলাদেশ দল বেশিরভাগ ম্যাচ খেলেছে দেশের মাটিতে। তবে, সামনে বেশিরভাগ ম্যাচ খেলতে হবে বিদেশের মাটিতে। আগামীকাল আমাদের বোর্ড মিটিং রয়েছে। এই মিটিংয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যর্থতা নিয়ে আলোচনা হবে।’

আরও পড়ুনঃ বিসিবি নির্বাচনের ফল প্রকাশ

 

Related Articles

হাথুরুসিংহের শিষ্যরা ‘স্কুলের বাচ্চা’!

তামিমদের শুভেচ্ছা জানিয়েছেন হাথুরুসিংহে!

বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হাথুরুসিংহে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরছেন ম্যাথিউস, শঙ্কায় চান্দিমাল

৭ জুলাই যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি