Scores

কোচের সমালোচনায় বড্ড চটেছেন সুজন

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এখন পর্যন্ত জয়ের দেখা পায় নি টিম বাংলাদেশ। একের পর এক হারে জর্জরিত টাইগাররা। ক্রিকেটারদের এমন পারফরমেন্স ও দল গঠন নিয়ে হচ্ছে নানা রকমের সমালোচনা। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে এমন সমালোচনায় বড্ড খেপেছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের ম্যানেজার সুজন দলের সাথে যেতে পারেন নি। তবে পরাজয়ে বাংলাদেশ দলের এমন সমালোচনায় দেশে থেকেও হতাশ সুজন। তিনি বলেন, “আমাদের সাবেক ক্রিকেটাররা দল নিয়ে অনেক কথা বলেছে। কোচ নিয়েও নানা ধরনের নেতিবাচক মন্তব্য এসেছে। চন্ডিকার (হাথুরুসিংহে) কোয়ালিটি নিয়ে কেউ প্রশ্ন করলে সে বোকার রাজ্যে বাস করছে। চন্ডিকা দারুণ একজন কোচ, উনি জানেন কখন কী করতে হবে। তার এই পরিকল্পনাগুলো অসাধারণ।”Also Read - একদিনে এনসিএলে তিন ডাবল সেঞ্চুরি

জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে হচ্ছে অনেক সমালোচনা। দল গঠন নিয়ে সাবেক ক্রিকেটাররা নানা রকম প্রশ্নের উত্তর চাইছেন। তবে সুজন সাফাই গাইছেন জাতীয় দলের কোচের পক্ষে, “চন্ডিকা খুব ভালো জানেন তার কাজ। আমাদের জাতিগত একটা স্বভাব আছে, আমরা যখন ভালো অবস্থানে থাকি, তখন মুখ লুকিয়ে ফেলি, কথা বলি না। বাংলাদেশ যখন হারে তখন খুঁজে বের করি কিভাবে দলটাকে টেনে আরও নিচে নামানো যায়। সত্যিই যদি আমরা বাংলাদেশ দলের ভালো চাই, বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করি; তাহলে অবশ্যই দলের বিপদের সময় পাশে থাকা উচিত।”

উল্লেখ্য, একদিনের সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ্ সিরিজের বাকি রয়েছে দুইটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট। এই চারে ম্যাচে টাইগাররা জয়ের ধারায় ফিরতে পারে কিনা সেটাই দেখার বিষয়!


Related Articles

সুজন ও মুশফিকের প্রতি কৃতজ্ঞ মুক্তার

বঙ্গবন্ধু কাপের সার্থকতা খুঁজে পেয়েছেন সুজন

বাঁচা-মরার লড়াইয়ে আত্মবিশ্বাসী ঢাকা

আশা থেকে বেশি দিয়েছেন বোলার রবি

‘পরিস্থিতির কারণে’ ক্যারিবীয়দের প্রতি কঠোর হতে পারছে না বিসিবি