Scores

কোচ-অধিনায়কের কথাতেই স্পিনে মনোযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছেন, উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে পেস আক্রমণভাগে কম গুরুত্ব দেওয়া এবং স্পিনে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি অধিনায়ক ও কোচের তথা দলীয় সিদ্ধান্তই ছিল।

প্রেস কনফারেন্সে কোর্টনি ওয়ালশ।

আর এ কারণে পেস আক্রমণভাগে কম গুরুত্ব দেওয়াকে মোটেও নেতিবাচকভাবে দেখছেন না তিনি। বরং সীমিত ওভারের দুটি সিরিজে পেসারদের পারফর্ম করতে দেখতে মুখিয়ে আছেন তিনি।

ওয়ালশ বলেন, ‘অধিনায়ক-কোচের পরিকল্পনা অনুযায়ী সব হয়েছেআর সামনে অনেক খেলা আছেওয়ানডে আছে, টি-২০ আছে, সেখানে অনেক পেসার খেলবেতরুণেরা সেটা দেখবে এবং অনুপ্রাণিত হবেএকটা ম্যাচে (উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট) ফাস্ট বোলার খেলেনি বলে তরুণেরা অনুপ্রাণিত হবে না, তা নয়।’

Also Read - পেস বোলিংয়ে ‘অনাগ্রহ’; ওয়ালশের আক্ষেপ নেই


ঢাকা টেস্টে পেসারহীন একাদশের কারণে পেস বোলিংয়ে গুরুত্ব কমার মত কিছু খুঁজে পাচ্ছেন না ওয়ালশ। বরং স্পিন দিয়ে জয় তুলে নেওয়াকেই দেখছেন মূল বিষয় হিসেবে। তার ভাষ্য, ‘এই একটা টেস্টেই শুধু কোনো ফাস্ট বোলার খেলেনিফিজ (মুস্তাফিজুর রহমান) একটা টেস্টে খেলেছেখালেদ ও ফিজ খেলেছে আরেকটা টেস্টে (জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে, ঢাকায়)এই টেস্টে আমরা খেলেছি সিরিজ জয়ের লক্ষ্য নিয়েআমার মনে হয় এটা কোনো ভুল বার্তা নয়।’

ওয়ালশের কাছে, ফলাফলই সব; সিরিজ জেতাই মুখ্য, ‘একটা ফাস্ট বোলার ছাড়া জেতা যাবে কৌশলগতভাবে এটাই সেরা মনে হয়েছে আমাদের কাছেফলই সবসিরিজ জেতার অনুভূতিই অন্যরকম।’

ওয়ালশ আরও বলেন, ‘ট্যাকটিক্যালি আমরা চেয়েছিলাম, ম্যাচ ও সিরিজ জিততে বেশি স্পিনার খেলাতেউইকেটে তো পেসারদের জন্য কিছুই ছিল নাআমাদের মনে হয়েছে, এখানে স্পিনারদের ভূমিকাই বড় থাকবে এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি প্রমাণিত হয়েছে।’

নিউজিল্যান্ডে পেসাররা পাবেন নিজেদের পছন্দই উইকেট ও কন্ডিশন। সেই সফর নিয়ে কোচের ভাবনা কেমন? ওয়ালশ জানালেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ধারাবাহিকতাব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে আমাদের ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বলে করে যেতে হবেআমরা ব্যাপারটি নিয়ে যতটা ভালোভাবে পারি কাজ করবোআমরা জানি না নিউজিল্যান্ডে ঠিক কী পাব তবে সম্ভবত পেস-সহায়ক উইকেটই থাকবে।’

আরও পড়ুন: খেলোয়াড়ি জীবনের দল হারলেও খুশি হয়েছেন ওয়ালশ!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পন্টিং-ওয়ার্নদের কোচিং করাবেন শচীন-ওয়ালশ!

অবশেষে চাকরি পেলেন ওয়ালশ, তবে ‘অস্থায়ী

বাংলাদেশে কাজ করে ‘শিখেছেন’ ওয়ালশ

নিজ ইচ্ছাতেই বাংলাদেশ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ালশ!

ওয়াসিম আকরামকে অপমান, ওয়ালশের সমালোচনা