Scores

কোচ নন, দল সামলাবেন ম্যানেজার!

ক্রিকেটে দল সামলানোর মুখ্য কাজটা করে থাকেন কোচ। তবে এবার অদ্ভুত এক সিদ্ধান্ত নিয়েছে টেস্ট খেলুড়ে দেশ দক্ষিণ আফ্রিকা। এখন থেকে দলটির দেখভাল ও বিভিন্ন বিষয় নির্ধারণের দায়িত্ব থাকবে ম্যানেজারের উপর, কোচের কাঁধে নয়!

কোচ নন, দল সামলাবেন ম্যানেজার!

দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসনের সাথে বোর্ডের চুক্তির মেয়াদ শেষের পথে। তবে চুক্তি শেষ হওয়ার আগেই গিবসন জানিয়েছেন, তিনি আর এই পদে বহাল থাকছেন না। তার সরে যাওয়ার পর পরবর্তীতে কোনো কোচ দেখা যাবে কি না তা নিশ্চিত নয়। কারণ দলকে এবার ছেড়ে দেওয়া হচ্ছে ম্যানেজারের হাতে!

Also Read - ড্রেসিংরুমের কথা ফাঁসকারীদের শনাক্ত করবে বিসিবি


অবশ্য পরিবর্তন আসছে ম্যানেজারের পদেও। দীর্ঘ ১১ বছর ধরে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ মোসাজিও। একাধারে দলের চিকিৎসকও ছিলেন তিনি। তার বিদায়ে খুঁজতে হবে নতুন ম্যানেজারও। আর সেই ম্যানেজারই দলের দেখভাল করবেন।

অস্থায়ী ম্যানেজার হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন কোরি ভ্যান জাইল। কোচিং স্টাফ, অধিনায়ক ও মেডিকেল স্টাফের ব্যাপারে সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী থাবাং মোরের সাথে তিনিই নেবেন আগামী সিদ্ধান্তগুলো।

অবাক করা এই সিদ্ধান্তটি যে ঝোঁকের বশে নেওয়া হয়নি জানানো হয়েছে সেটিও। এ বিষয়ে থাবাং মোরে বলেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এই পরিবর্তন ভালো কিছুই বয়ে আনবে। এটা তাড়াহুড়ো করে নেওয়া হয়নি। বোর্ডের সবার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি গিবসন ও মোসাজিকে তাদের এত বছরের কাজের জন্য ধন্যবাদ দিতে চাই।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মুসলিম ক্রিকেটারের গায়ে ‘শ্যাম্পেন’ ঢেলে বিতর্কিত এসেক্স

নিউজিল্যান্ডের আরও তিনটি সিরিজের সূচি চূড়ান্ত

চূড়ান্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

মহামারীতে স্থগিত হল এমজানসি সুপার লিগও

এখনই দেশে সিরিজ আয়োজনের ভাবনা নেই বিসিবির