Scores

কোচ বাছাইয়ে অংশ নিতে পাইবাসের ঢাকা সফর

চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর বাংলাদেশের প্রধান কোচের পদটা আপাতত খালি। হেভিওয়েট হাথুরুসিংহের উত্তরসূরি হিসেবে বিসিবি খুঁজছে হাই প্রোফাইলের কাউকেই। সেক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক কোচ রিচার্ড পাইবাস।

কোচ বাছাইয়ে অংশ নিতে পাইবাসের ঢাকা সফর
রিচার্ড পাইবাস, যখন কাজ করতেন বাংলাদেশে। ছবিঃ ইন্টারনেট

সেই পরিচিত মুখ এবার আবার এসেছেন বাংলাদেশে, আবারও কোচ হতে। অভিজ্ঞ এই কোচিং স্টাফ কোচ হবেন কি না- সেই সিদ্ধান্ত নেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তবে আপাতত পাইবাসকেই মনে হচ্ছে বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা প্রতিযোগী।

এর আগে ২০১২ সালে বাংলাদেশের কোচ হিসেবে কাজ করেছিলেন এই ইংলিশ বংশোদ্ভূত ক্রিকেট ব্যক্তিত্ব। সেবার অবশ্য তার কাজের মেয়াদ ছিল মাত্র চার মাস। প্রধান কোচ হিসেবে দলের পরিচালনার চাবি পুরোপুরি নিজের হাতে রাখতে চেয়েছিলেন এই কোচ। সেই প্রস্তাবে সম্মত হয়নি বোর্ড। আনুষ্ঠানিক বিদায়ও নেননি। ছুটি কাটানোর এক পর্যায়ে জানিয়েছিলেন, আর ফিরছেন না বাংলাদেশে।

Also Read - আবারও আলোচনায় তামিমের 'জঘন্য উইকেট' ইস্যু

সেই পাইবাস বাংলাদেশে ফিরলে অন্তত অসন্তুষ্টি থাকবে না- এটুকু বলা যায় নিশ্চিত করেই। পাকিস্তানে কাজ করেছেন কোচ হিসেবে। দক্ষিণ আফ্রিকায়ও কাজ করেছেন দক্ষতার সাথে। জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা তার বেশ ভালোভাবেই আছে।

এ প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘যেহেতু এখন ভালো কোচ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, তাই সংক্ষিপ্ত তালিকায় যে ৩-৪ জন আছে তাদের সঙ্গে কথা বলব। তারপর প্রেজেন্টেশন দেখব। তারপর বোর্ডের সবাই মিলে সিদ্ধান্ত নিব। দেশের ক্রিকেটের জন্য যেটা ভালো হবে সেই সিদ্ধান্তই নিব।’

একই বিষয়ে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘তিনি পাকিস্তানের কোচ ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশের কোচ ছিলেন। কোচ হিসেবে এর আগে আমাদের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ হিসাবে তিনি বিবেচিত হয়েছিলেন। চলতি বছর ভারত কোচের সংক্ষিপ্ত তালিকায়ও তার নাম ছিল।’

তবে কি বাংলাদেশের কোচ হিসেবেই নাম লেখাতে চলেছেন ৫৩ বছয় বয়সী পাইবাস? উত্তরটা আপাতত সময়ের হাতেই।

 আরও পড়ুনঃ শীর্ষে থাকা কুমিল্লাকে ১৪ রানে হারালো খুলনা

Related Articles

বিশ্বকাপের পরেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা

পেসারদের ফিটনেস নিয়ে সতর্ক অবস্থানে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের দলে তাসকিন ও ফরহাদ

আকরামের চোখে এটিই টাইগারদের ‘সেরা দল’

আগামী সপ্তাহে দেশে ফিরবেন সাকিব