Scores

কোচ হচ্ছেন ইউনিস, মিসবাহ ম্যাচ রেফারী

বেজে গেছে বিদায়ের সুর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের ৩য় ম্যাচ শেষেই আজীবনের জন্য তুলে রাখবেন ব্যাট আর প্যাডজোড়া। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশ্লেষণ- অবসরের পর কী করবেন ইউনিস খান এবং মিসবাহ-উল-হক?

পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্রিকেট ছাড়ার পর কোচ হবেন ইউনিস, আর মিসবাহ হবেন ম্যাচ রেফারী!

Also Read - রনির লক্ষ্য জাতীয় দল


সম্প্রতি পাকিস্তানের ডন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশহাল জানান, তার দলের কোচ হচ্ছেন ইউনিস। তিনি বলেন, ‘আফগান ক্রিকেট দলের কোচ হতে ইচ্ছা প্রকাশ করেছেন ইউনিস। আমাদের বোর্ড এই চুক্তিটি চূড়ান্ত করেছে।’

সে হিসেবে কোচিং পেশায় মনোনিবেশ করা এখন ইউনিসের সময়ের ব্যাপার মাত্র!


আরও পড়ুনঃ ‘বাংলাদেশকে ভোগাবে কন্ডিশন’


এদিকে পাকিস্তানের বিদায়ী টেস্ট অধিনায়ক মিসবাহকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ম্যাচ রেফারী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান এমন তথ্য। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি। এখন অবসরের পর এটি তারই সিদ্ধান্তের উপর নির্ভর করবে।’

আজ পর্যন্ত কেউই আইসিসিতে  পাকিস্তানের হয়ে ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেননি। শাহরিয়ার খান মনে করছেন, মিসবাহ এই পদটির জন্য উপযুক্ত।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

বিশ্বসেরা একাদশে ভাইয়ের সাথে নিজেকেও রাখলেন আকমল

ভারত সফরের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মার্করাম

কঠিন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠাণ্ডা রাখেন ধোনি?