Scores

কোচ হিসেবে সুজনকেই সবার উপরে রাখছেন রিয়াদ

ক্রিকেট ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক আরও শক্ত করেছেন খালেদ মাহমুদ সুজন। বর্তমান সময়ে বোর্ডের একাধিক দায়িত্বের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে হেড কোচের ভূমিকায়ও দেখা যায় তাকে। সেই সুজনকে নিজের ক্যারিয়ারের সেরা কোচ বলছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

কোচ হিসেবে সুজনকেই সবার উপরে রাখছেন রিয়াদ

সর্বগুণের অধিকারী যাকে বলে। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য গোটা কয়েক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সুজন। একই সাথে বাংলাদেশ প্রিমিয়াম লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মত ঘরোয়া টুর্নামেন্টে কোচের দায়িত্ব পালন করেন তিনি। সেখানেও বেশ সফল সুজন।

Also Read - হাথুরুর সাথে কখনো খারাপ সম্পর্ক ছিল না : রিয়াদ


বাংলাদেশ দলে না হলেও ঘরোয়া ক্রিকেটে ডানহাতি এই মিডিয়াম পেসারকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর সুজনের কোচিংয়ের অধীনেও খেলেছেন তিনি। সম্প্রতি বিডিক্রিকটাইমে ভিডিও আড্ডায় মুখোমুখি হয়েছিলেন রিয়াদ। সেখানেই সেরা তিন কোচের কথা বলতে গিয়ে সুজনকে সবার উপরেই রাখলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক।

রিয়াদ বলেন, ‘কোচিং দর্শনে আমি যদি আমার সেরা তিন কোচের কথা বলি তাহলে প্রথমে আমি সুজন ভাইয়ের কথা বলবো। উনি আমার অনেক বড় অনুপ্রেরণা। আমার ক্যারিয়ারের শুরুতে উনি আমাকে গাইড করেছেন। উনার সাথে একসাথে ক্রিকেট খেলেছি, ওনার কোচিংয়ের অধীনেও আমি খেলেছি। তো শুরুতে সুজন ভাইয়ের কথা বলতে হবে।’


ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলে অনেক কোচের অধীনে খেলতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। সেখানে সুজনের পর টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বাছলেন তিনি। সেরা তিনের তৃতীয় স্থানে বসালেন ছোটবেলার কোচ সাদেককে।

রিয়াদ জানান, ‘দ্বিতীয়ত যদি আমি বলি, তবে চন্ডিকা হাথুরুসিংহের কথা বলবো। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং পরবর্তীতে এটা আমার ব্যাটিংয়েও বেশ উন্নতির কাজে দিয়েছে।’

‘তৃতীয়ত আমার ছোটবেলার কোচ, সাদেক কাকা। ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি।’– সাথে যোগ করে তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য

সবার বিরোধিতা করে তাসকিনকে দলে নিয়েছিলাম : সুজন

কৃতজ্ঞচিত্তে সুজনের অবদান স্মরণ রিয়াদের

সুজনকে খেলোয়াড় হিসাবে ‘মূল্য’ দিতেন না হোয়াটমোর