Scores

কোনো সমস্যা দেখছেন না সাব্বির

নিউজিল্যান্ডের কাছে টানা দুটি ম্যাচে একপেশে পরাজয়ের পরও কোথাও কোনো সমস্যা দেখছেন না বাংলাদেশ দলের ক্রিকেটার সাব্বির রহমান।

 

কোনো সমস্যা দেখছেন না সাব্বির

নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারের পর শনিবার (১৬ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে বসে বাংলাদেশ, এবারও ঠিক ৮ উইকেটে। তবে আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে পরাজয়ের অবস্থা ছিল বেশি শোচনীয়। টাইগারদের এমন বিবর্ণ পারফরম্যান্সে অনেক সমস্যার কথা ক্রিকেট অঙ্গনে উঠে আসলেও সাব্বির সেই সমস্যাগুলোর কোনোটিই দেখছেন না। বরং নিউজিল্যান্ডের ভালো বোলিংকেই বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা কিংবা পরাজয়ের কারণ মনে করছেন তিনি।

Also Read - চারটি ক্যাচ হাতছাড়ায় উদ্বিগ্ন নিউজিল্যান্ড


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাব্বির রহমান বলেন, কোনো সমস্যা নেই আমি তো কোনো সমস্যা দেখছি নাওরা ভালো বোলিং করেছে

শুধু কি নিউজিল্যান্ডের ভালো বোলিংই দলটির জয়ের কারণ? বিবর্ণ ছিলেন তো বাংলাদেশের ব্যাটসম্যানরাও! একের পর এক আত্মাহুতি শট, বাজে বলের দুর্ব্যবহার- এসবই তো বাংলাদেশকে ম্যাচ হারালো। সাব্বিরের তাই সহজ স্বীকারোক্তি- আমরা কিছু শট ভুল খেলেছি, এ কারণে আউট হয়ে গেছি তাড়াতাড়ি

তবে আলোচিত এই ক্রিকেটারের বিশ্বাস, পরের ম্যাচ থেকে এমন ভুল কমিয়ে আনবে বাংলাদেশ, হবে না এই দুই ম্যাচের পুনরাবৃত্তি। সাব্বির বলেন, আশা করি এটার পুনরাবৃত্তি হবে নাপরের ম্যাচ থেকে আশা করি ভালো করব

ব্যাটিং অর্ডারের ভেঙে পড়ার দিনে সাব্বির অবশ্য খুব একটা খারাপ করেননি। ক্রাইস্টচার্চের অচেনা কন্ডিশনের পাশাপাশি কিউই বোলারদের সামলে খেলেছেন ৪৩ রানের ইনিংস, যা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। তার চেয়েও বড় কথা- সাব্বিরের এই ইনিংসে ভর করে মোহাম্মদ মিঠুন পেয়েছিলেন টানা দ্বিতীয় অর্ধ-শতক হাঁকানোর সাহস। তার ৫৭ রানের ইনিংসে তাই অবদান আছে সাব্বিরেরও।

মিঠুন-সাব্বিরের ব্যাটে রানের দেখা মিললে কেন ব্যর্থ অন্য ব্যাটসম্যানরা? সাব্বির রহমান সমস্যা খুঁজে না পান না কেন, কোথাও তো অবশ্যই তাল কেটেছে! দল যত দ্রুত সেই সমস্যা খুঁজে বের করবে এবং সমাধান করবে, বিশ্বকাপের আগে টাইগারদের ততই মঙ্গল!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

বিশ্বসেরা একাদশে ভাইয়ের সাথে নিজেকেও রাখলেন আকমল

ভারত সফরের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মার্করাম

কঠিন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠাণ্ডা রাখেন ধোনি?