কোন টুর্নামেন্টে কত ছক্কা হাঁকিয়েছেন গেইল?
ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার ছক্কা হাঁকানোর অনন্য কীর্তি গড়েছেন ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে বেশি ম্যাচ না খেললেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে গেইল যেন ‘হট কেক’। তাকে নিয়ে কাড়াকাড়িও পড়ে যায় দলগুলোর মধ্যে।
সেই গেইল খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অনেকগুলো আসরে। চলমান আইপিএলের মত বিপিএলেও আছে তার চোখ ধাঁধানো কিছু ইনিংস। সেসব ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন অনেক ছক্কা। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের লিগে হাঁকানো সেসব ছক্কা মিলেই সহস্র ছক্কার মাইলফলক ছুঁয়েছেন গেইল।
Also Read - দুঃসময়ে হারুন লরগাতকে ফেরাল প্রোটিয়ারাবিপিএলে মোট ৬টি দলের হয়ে খেলেছেন গেইল। কোনো আসর পুরোটাই খেলেছেন, কোনো আসর আংশিক। তবে তাই বলে তার ছক্কা কম নয়! বিপিএলে গেইল সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে- ৬০টি। এই দলের হয়ে চারের চেয়েও ছক্কা বেশি হাঁকিয়েছেন তিনি। বরিশাল বার্নার্সের হয়ে ছক্কা হাক্যেছেন ২৬টি, চার হাঁকিয়েছেন এরও কম। বরিশাল বুলসেও চারের চেয়ে ছক্কা বেশি, মোট ছক্কা ১২টি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে হাঁকিয়েছেন ১২টি ছক্কা, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১২টি ছক্কা এবং চিটাগং ভাইকিংসের হয়ে ১০টি ছক্কা। মজার বিষয় হল- রংপুর রাইডার্স, বরিশাল বার্নার্স ও বরিশাল বুলসের মত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও চিটাগং ভাইকিংসের হয়েও গেইলের চারের চেয়ে ছক্কা বেশি। অর্থাৎ বিপিএলে গেইল যে দলগুলোর হয়ে খেলেছেন, প্রতিটি দলের হয়েই চারের চেয়ে ছক্কা হাঁকিয়েছেন বেশি।
এ তো গেল বিপিএলের পরিসংখ্যান। এবার আসা যাক টুর্নামেন্টের হিসাবে। গেইল কোন টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন? বিপিএলেই বা কতটি?
আইপিএলকে গেইল যেমন দু’হাত ভরে দিয়েছেন, তেমনি গেইলকে দিয়েছে আইপিএলও। স্বভাবতই আইপিএলেই তার ছক্কা সবচেয়ে বেশি- ৩৭৩টি! দ্বিতীয় সর্বোচ্চ ১৬২টি ছক্কা হাঁকিয়েছেন নিজ দেশের লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এরপরই আছে বিপিএল। ৬ দলের হয়ে বিপিএলে ১৩২টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।
বড় লিগগুলোর মধ্যে গেইল বিগ ব্যাশে হাঁকিয়েছেন ৫১টি ছক্কা। এছাড়া টি-টোয়েন্টি ব্লাস্টে ৪২টি ও পাকিস্তান সুপার লিগে ২২টি ছক্কা হাঁকিয়েছেন।
একনজরে বড় লিগগুলোতে গেইলের ছক্কার সংখ্যা
আইপিএল- ৩৭৩
সিপিএল – ১৬২
বিপিএল – ১৩২
বিগ ব্যাশ – ৫১
টি-টোয়েন্টি ব্লাস্ট – ৪২
পিএসএল – ২২
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।