কোভিডে আক্রান্ত হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নেই স্যান্টনার
শুক্রবার অকল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ৩৪ বারের মুখোমুখিতে নিউজিল্যান্ড জিতেছে ১৩টি ও পাকিস্তান জিতেছে ২০টিতে।

প্রকাশিত হয়েছে - 2024-01-12T11:48:11+06:00
আপডেট হয়েছে - 2024-01-12T11:48:11+06:00
প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে কোভিড পজিটিভ হয়েছে নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনারের। যে কারণে প্রথম ম্যাচ খেলা হচ্ছে না তাঁর।
কোভিডে-আক্রান্ত-স্যান্টনার
কোভিডের রেশ যেন এখনও রয়ে গেছে। দীর্ঘ সময় পর কোনো ক্রিকেটার কোভিডে আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। তবে সকালেই টেস্ট করানো হয় ক্রিকেটারদের।
আর তখন কোভিড ধরা পড়ে স্যান্টনারের। যে কারণে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, আগামী দিনগুলোতে তাঁদের পর্যবেক্ষনেই থাকবেন স্যান্টনার।
কোভিডে আক্রান্ত হওয়ায় একাই নিজের ঘর হ্যামিলটনে ফিরবেন স্যান্টনার। সেখানেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ডের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজটি শেষ হবে আগামী ২১ জানুয়ারি। মাত্র ১০ দিনের ব্যবধানে চারটি শহরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
rবাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।