
ক’রোনার বাধা কাটিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যে কারণে এবারের আইপিএল আয়োজনে এত বাধা-বিপত্তি, সেই ক’রোনাকে পরাভূত করতে রাত-দিন লড়ছেন অসংখ্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। অভিনব উপায়ে আইপিএলজুড়ে তাদের সম্মাননা জানাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
ভারত জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটিতে আছেন এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, মঈন আলীর মত বড় তারকা। কখনো শিরোপা না জিতলেও আইপিএলে দলটির আবেদন মোটেও কম নয়। বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন দলটির ভক্ত-সমর্থক-শুভাকাঙ্ক্ষীরা। কোহলিরা এই সুযোগটিই দারুণভাবে কাজে লাগাচ্ছেন।
আইপিএলজুড়ে বেঙ্গালোরের জার্সির পেছনে লেখা থাকবে ‘মাই কোভিড হিরোজ’, যার মাধ্যমে কোহলি-ডি ভিলিয়ার্সরা ক’রোনা যোদ্ধাদের শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা জানাবেন। শুধু ম্যাচের সময়ই নয়, কোহলিরা অনুশীলনের সময়েও যে জার্সি ব্যবহার করবেন তাতেও ক’রোনা যোদ্ধাদের প্রতি সম্মাননা জানানো হবে।
শুধু তা-ই নয়, বেঙ্গালোরের মহৎ উদ্যোগ আরও বিস্তৃত। প্রথম ম্যাচে ক্রিকেটাররা যে জার্সি পরবেন, তা তোলা হবে নিলামে। নিলাম থেকে অর্জিত অর্থ গিভ ইন্ডিয়া ফাউন্ডেশন নামের একটি সমাজকল্যাণমূলক সংগঠনকে দেওয়া হবে।
দলের হয়ে মহৎ এই কাজে যুক্ত হতে পেরে গর্বিত অধিনায়ক কোহলি। তিনি জানিয়েছেন, ম্যাচ ও অনুশীলনের সময় দলের সবাই সানন্দে ‘মাই কোভিড হিরোজ’ লেখা সম্বলিত জার্সি পরবেন। কোহল বলেন, ‘গত কয়েক মাসে যখনই আমি ক’রোনা-যোদ্ধাদের সম্পর্কে কিছু শুনেছি, গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এই সত্যিকারের নায়কেরা দেশকে গর্বিত করেছেন এবং আরও পরিণত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের অবিচল হতে অনুপ্রাণিত করেছেন। আমি আইপিএলে অত্যন্ত গর্বের সঙ্গে মাই কোভিড হিরোজ জার্সি গায়ে চাপাব।’
The RCB team will proudly don a tribute jersey with the message “My Covid Heroes” both during training and matches for the entire tournament. More on this here. ??https://t.co/U6dMwfalvS
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 17, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।