Scores

‘কোহলিকে আউট করতে আমার কেবল একটি বল লাগবে’

ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস ও ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আগেও দেখা গিয়েছে। কোহলিকে আউট করে বিশেষ উদযাপনও করেছিলেন উইলিয়ামস। আবারো কোহলির মুখোমুখি হওয়ার আগে তাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্যারিবিয়ান পেসার।

'কোহলিকে আউট করতে আমার কেবল একটি বল লাগবে'

২০১৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় উইলিয়ামসের। তারপর থেকে এপর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তিনি। ২৫ ম্যাচে মাত্র ১৮.৮৩ গড়ে শিকার করেছেন ৪১টি উইকেট। ২০১৭ সালে কোহলি ও উইলিয়ামস প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার পর থেকেই তাদের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।

Also Read - কারান-রশিদের ব্যাটে ইংল্যান্ডের লড়াকু সংগ্রহ


সম্প্রতি উইলিয়ামস এক প্রশ্নের মুখোমুখি হন- কোহলিকে বল করা কতটা কঠিন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কোহলিকে বল করা মোটেও কঠিন না। ভারতীয় অধিনায়ককে আউট করার জন্য তার একটি বলই যথেষ্ট। আত্মবিশ্বাসের সাথে উইলিয়ামস বলেন, সেই একটি বল তিনি বারবারই পাবেন।

উইলিয়ামসের ভাষায়, ‘কোহলির বিপক্ষে বোলিং করা খুব কঠিন? না, মোটেও না। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। খুব প্রতিভাবান সে। কিন্তু আমি সেসব নিয়ে ভাবি না। ওহ না, এটা তো কোহলি- এসব ভেবে আমি ঘুমাতে যাই না।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এটার জন্যই অপেক্ষায় আছি। আমাকে দেখলেই সে ক্ষেপে ওঠে। আমি জানি, যখনই সে আমাকে দেখে তখনই চায় যে আমাকে পরাস্ত করবে, আমার বলে অনেক মারবে। কিন্তু দিন শেষে ক্রিকেট তো ক্রিকেটই। কোহলিকে আউট করতে আমার কেবল একটি বল লাগবে এবং সেই একটি বল আমি আবারো পাবো।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সেরাদের কাতার থেকে সরে দাঁড়ালেন রুট

বায়ু দূষণে বদলে গেল পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু

কপিল দেবের শারীরিক অবস্থার উন্নতি

অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার

বেতন কর্তনে সম্মতি দিলেন ইংলিশ ক্রিকেটাররা