Scores

কোহলিকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে বাবর

ভারতের বিরাট কোহলি সেরা নাকি পাকিস্তানের বাবর আজম- এ নিয়ে বিতর্কের সময় হয়ত এখনও আসেনি। তবে বাবর যে কোহলির পথেই ছুটছেন তা বলা যায় দ্বিধাহীনভাবেই। পাকিস্তানের অধিনায়ক পেয়ে গেলেন এর স্বীকৃতিও। ভারতীয় অধিনায়ককে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের চূড়ায় বসেছেন তিনি। 

কোহলিকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে বাবর
চতুর্থ পাকিস্তানি হিসেবে এই কীর্তি বাবরের। ফাইল ছবি

বাবরের আগে মাত্র ৩ জন পাকিস্তানি ব্যাটসম্যান ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠেছিলেন। আগে এই কীর্তি ছিল জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ ও মোহাম্মদ ইউসুফের।

বাবরের উত্থানে কোহলির দীর্ঘদিনের রাজত্বের আপাত অবসান ঘটল। দীর্ঘ ১২৫৮ দিন কোহলি ছিলেন ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যান। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শেষে বাবর কোহলিকে পেছনে ফেলার মত পয়েন্ট অর্জন করেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৬৫। কোহলি দ্বিতীয় স্থানে আছেন ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে।

Also Read - উইকেট বিবেচনায় হার্শার কাঠগড়ায় সাকিব


ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উত্থান ঘটেছে ফখর জামানেরও। ফ্যাফ ডু প্লেসিস, ডেভিড ওয়ার্নার ও শাই হোপকে পিছিয়ে তিনি উঠে এসেছেন সপ্তম স্থানে। কুইন্টন ডি কক ছিটকে গেছেন শীর্ষ দশ থেকে।

বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ পঞ্চম স্থানে অবস্থান করছেন। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিব আল হাসান এখনও যথারীতি শীর্ষে।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং

  • ব্যাটসম্যান
অবস্থাননামরেটিং
বাবর আজম৮৬৫
২য়বিরাট কোহলি৮৫৭
৩য়রোহিত শর্মা৮২৫
৪র্থরস টেলর৮০১
৫মঅ্যারন ফিঞ্চ৭৯১
৬ষ্ঠজনি বেয়ারস্টো৭৮৫
৭মফখর জামান৭৭৮
৮মফ্যাফ ডু প্লেসিস৭৭৮
৯মডেভিড ওয়ার্নার৭৭৩
১০মশাই হোপ৭৭৩

 

  • বোলার 
অবস্থাননামরেটিং
১মট্রেন্ট বোল্ট৭৩৭
২য়মুজিব উর রহমান৭০৮
৩য়ম্যাট হেনরি৬৯১
৪র্থজাসপ্রিত বুমরাহ৬৯০
৫মমেহেদী হাসান মিরাজ৬৬৮
৬ষ্ঠকাগিসো রাবাদা৬৬৬
৭মক্রিস ওকস৬৬৫
৮মজশ হ্যাজলউড৬৬০
৯মপ্যাট কামিন্স৬৪৬
১০মমোহাম্মদ আমির৬৩৮

 

  • অলরাউন্ডার 
অবস্থাননামরেটিং
১মসাকিব আল হাসান৪০৮
২য়বেন স্টোকস২৯৫
৩য়মোহাম্মদ নবী২৯৪
৪র্থক্রিস ওকস২৭৩
৫মরশিদ খান২৭০

 

Related Articles

টেস্ট র‍্যাংকিংয়ে তামিম, মুশফিক, মুমিনুল ও তাইজুলের উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

শান্তর বড় লাফ, এগিয়েছেন তামিম-মুমিনুল

টি-টোয়েন্টিতে কোহলির সাথে ব্যবধান বাড়ালেন বাবর

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ‘১০’-এ নেমে গেল বাংলাদেশ