Scores

কোহলিকে স্লেজিং করে লাভ হয় না, বরং নিজের ক্ষতি!

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মাঠে আক্রমণাত্মক থাকেন। কিন্তু তাকে স্লেজিং করে ব্যাটিংয়ের মনোযোগ নষ্ট তো করা যায় না, উল্টো বোলারদের জন্যই ক্ষতি বলে মনে করেন অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড।

কোহলিকে স্লেজিং করে লাভ হয় না, বরং নিজের ক্ষতি!চলতি বছরের ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের গতিপ্রকৃতির ওপর তা নির্ভরশীল। সিরিজটি মাঠে গড়ালে কোহলিকে কীভাবে ঠেকাবেন অস্ট্রেলিয়ান বোলাররা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এখন থেকেই।

Also Read - সাকিবের স্বীকৃতিতে সতীর্থদের উচ্ছ্বাস

পেসার হ্যাজলউড মনে করেন কোহলিকে থামানোর জন্য স্লেজিং করার সিদ্ধান্ত খুবই বাজে সিদ্ধান্ত। এতে তো তার মনোযোগ নষ্ট হবেই না বরং কোহলি আরও ভালো করে দেখেশুনে ব্যাটিং করার মনোবল পাবে। ব্যাপারটা যেন বোলারদের নিজের পায়ে কুড়াল মারার মতোই।

হ্যাজলউডের ভাষায়, ‘ওর সাথে কথা কাটাকাটিতে যেতে চাই না। আমার মনে হয় সেটা পুরো সিরিজ জুড়েই স্পষ্ট দেখা যাবে। আসলে ও এই লড়াইয়ে জড়াতে পছন্দ করে। ওকে স্লেজিং করলে ও আরও নিজের সেরা দেওয়ার চেষ্টায় থাকে। ও যখন ব্যাটিং করে তখন বোলারদের জন্য সেটা নো-গো-জোন হয়ে যায়!’

‘ব্যাটিংয়ের সময় ওকে নিজের মতো খেলতে দেয়াটায় ভালো হবে। এতে ওর মনোযোগ কখনো একটু সরে গেলেই আমাদেরকে সুযোগটা নিতে হবে। তাছাড়া স্লেজিং করে ওর সাথে লাভ হবে না। তবে ও যখন ফিল্ডিং করে তখন আলাদা ব্যাপার। ফিল্ডিংয়ের সময় ওর মনোযোগে ব্যঘাত ঘটানো যায়।’

কিছুদিন আগে আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার বলেছিলেন, কোহলিকে স্লেজিং করা আর ভাল্লুককে সুড়সুড়ি দেয়া একই রকম। দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে কোহলিকে স্লেজিং না করার মনোভাবটা বেশি। অবশ্য, ক্রিকেট ইতিহাসে এমন অনেক কিংবদন্তি ব্যাটসম্যান দেখা গিয়েছে যারা স্লেজিংয়ের মাধ্যমে নিজেদের আরও চাঙ্গা করে নিতেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

দুর্দান্ত অভিষেকের পরও অসন্তুষ্ট সুন্দরের বাবা

ভুলের জন্য অনুশোচনা নেই রোহিতের

দায়িত্বজ্ঞানহীন শটে ভারতকে ‘বিপদে ফেলে’ তোপের মুখে রোহিত

অখ্যাতদের নিয়ে লড়ছে ভারত, লাবুশেনের প্রতিরোধ

গাভাস্কারের বাঁকা কথায় ‘কিছু যায় আসে না’ পেইনের