Scores

কোহলিকে ‘৩’ ম্যাচ নিষিদ্ধের দাবি ডেভিড লয়েডের

মাঠে ঔদ্ধত্য বিরাট কোহলিকে প্রায়ই দেখা যায়, তবে এবার যেন একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাধিকবার আম্পায়ারের প্রতি মেজাজ দেখিয়ে সমালোচনা কুড়িয়েছিলেন। তবে কোনো শাস্তি না পাওয়ায় চটেছেন সাবেক ইংলিশ তারকা ডেভিড লয়েড। 

কোহলিকে '৩' ম্যাচ নিষিদ্ধের দাবি ডেভিড লয়েডের

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন পিচের ডেঞ্জার জোন দিয়ে দৌড়ে রান নেন কোহলি। অন ফিল্ড আম্পায়ার নিতিন মেনন কোহলিকে স্বাভাবিকভাবেই সতর্ক করেন এবং একই ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানান। কিন্তু আম্পায়ারের এই শাসন পছন্দ হয়নি কোহলির। স্বদেশী আম্পায়ারকে নিজেই শাসিয়ে বসেন। রীতিমত ব্যাট হাতে তেড়ে যান আম্পায়ারের দিকে, উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

Also Read - মঈনকে নিয়ে ভুল তথ্য, ক্ষমা চাইলেন রুট


ম্যাচে আম্পায়ারের প্রতি এটাই কোহলির একমাত্র মেজাজ হারানোর ঘটনা নয়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও কোহলি ক্ষেপে যান আম্পায়ারের উপর। তৃতীয় দিনের পড়ন্ত বিকেলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হওয়ার হাত থেকে বেঁচে যান রুট। আম্পায়ার নিতিশ আউট দিলে সিদ্ধান্ত থাকত ভারতের পক্ষেই। তৃতীয় আম্পায়ারের রিভিউয়ের সিদ্ধান্তের পর কোহলি তাই নিতিনের সাথে আবারো তর্কে জড়ান।

এমন আচরণের কারণে কোহলিকে অন্তত ৩টি টেস্টে নিষিদ্ধ করা উচিৎ ছিল বলে কলাম লিখেছেন লয়েড। তার ভাষায়, ‘মাঠে আম্পায়ারের সমালোচনা, ছোট করা, ভয় দেখান, হাসাহাসি- এসব তো শাস্তিযোগ্য অপরাধ। এসব করেও কীভাবে পার পেল জানি না। ওকে তো অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ করা উচিত ছিল।’

৩ টেস্ট না হলেও কোহলিকে অন্তত সিরিজের তৃতীয় টেস্টে দেখতে চান না লয়েড। তিনি লিখেছেন, ‘বিরাট কোহলির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ নিয়ে কোনও কথাই উঠছে না কেন? আমি অত্যন্ত হতাশ ও হতভম্ব। একজন জাতীয় দলের অধিনায়ককে কীভাবে অনুমতি দেওয়া হয় মাঠেই অফিসিয়ালের সমালোচনা করা, তাকে ভয় দেখানো ও তিরস্কার করার। অন্য খেলা হলে ওকে মাঠ থেকে বের করে দেওয়া হতো। পরের সপ্তাহে কোহলিকে কখনই মাঠে নামতে দেওয়া উচিত নয়।’

 

Related Articles

লকুহেতিগেকে ‘৮’ বছরের নিষেধাজ্ঞা দিল আইসিসি

বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাউচার

বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘৩’ নতুন মুখ