Scores

কোহলিকে ‘৪’ এ নামালেন লাবুশেন; রুটের বড় লাফ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ৩ ম্যাচ খেলতে না পারায় ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে বেশ বড় পতনই হলো বিরাট কোহলির। এক ধাক্কায় চতুর্থস্থানে নেমে গিয়েছেন তিনি। মারনাস লাবুশেন উঠে গিয়েছেন তৃতীয় স্থানে। ছয় ধাপ এগিয়ে সেরা পাঁচে উঠে এসেছে ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

কোহলিকে '৪' এ নামালেন লাবুশেন; রুটের বড় লাফ
মারনাস লাবুশেন

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজে শীর্ষস্থান দখল করেছিলেন কেন উইলিয়ামসন। ৯১৯ পয়েন্ট এখনো শীর্ষে অবস্থান করছেন তিনি। ব্রিসবেন টেস্ট শুরুর আগে স্টিভ স্মিথ ছিলেন দ্বিতীয় স্থান, এখনো আছেন দ্বিতীয় স্থানেই তবে পরিবর্তন হয়েছে রেটিংয়ে। ৯০০ থেকে কমে স্মিথের রেটিং এখন ৮৯১।

Also Read - টস জিতে শুরু তামিমের, হাসানের অভিষেক


ওদিকে ব্রিসবেন টেস্ট শুরুর আগে চতুর্থ স্থানে থাকা লাবুশেন কোহলিকে সরিয়ে তৃতীয় স্থানে উঠেছে গিয়েছেন, ফলে নেমে গিয়েছেন চতুর্থস্থানে। লাবুশেনের রেটিং ৮৭৮ এবং কোহলির রেটিং ৮৬২।

ছয় ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক রুট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিশতক হাঁকিয়ে এই বড় লাফ দিলেন তিনি। ৭৮৩ রেটিং নিয়ে রুট এখন পঞ্চম স্থানে। ফলে বাবর আজম এক ধাপ পিছিয়ে নেমে গিয়েছেন ষষ্ঠস্থানে। তার রেটিং ৭৮১। পূর্বে ষষ্ঠস্থানে থাকা বেন স্টোকস নেমে গিয়েছেন অষ্টমস্থানে, রেটিং ৭৫২।

চেতেশ্বর পূজারার একধাপ উন্নতি হয়েছে। অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠেছেন তিনি, রেটিং ৭৬০। ভারতের আজিঙ্কা রাহানে ও নিউজিল্যান্ডের হেনরি নিকোলস- উভয়েরই অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে রাহানে নবম (৭৪৮) ও একধাপ পিছিয়ে হেনরি নিকোলস দশমস্থানে (৭৪৭)।

টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৩ এ কোনো পরিবর্তন হয়নি, যথাক্রমে প্যাট কামিন্স (৯০৮), স্টুয়ার্ট ব্রড (৮৪৭) ও নেইল ওয়াগনারই (৮২৫) আছেন। একধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠে এসেছেন জস হ্যাজলউড (৮১৬), ফলে একধাপ পিছিয়ে গিয়েছেন টিম সাউদি (৮১১)। পরের দুইটি স্থান যথারীতি কাগিসো রাবাদা ও (৭৮৬) ও জেমস অ্যান্ডারসন (৭৭৩) ধরে রেখেছেন।

একধাপ করে এগিয়ে অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে অবস্থান করছেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ ও জেসন হোল্ডার।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বেন স্টোকসই (৪৩৬) শীর্ষে আছেন। না খেলেও দ্বিতীয় স্থানে উঠে গিয়েছেন জেসন হোল্ডার (৪২৩) ও তৃতীয় স্থানে নেমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা (৪১৯)। চতুর্থ স্থানে অবস্থান করছেন সাকিব আল হাসান (৩৬৬)।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

হাত ফসকে পড়া বল ‘ক্যাচ’ দিয়ে দিলেন আম্পায়ার

তিন পরাশক্তির বিপক্ষে ‘হোম অ্যাডভান্টেজে’ চোখ রিয়াদের

মার্শের পর আইপিএল থেকে সরে গেলেন হ্যাজলউড

‘জায়গা খালি নেই’, স্মিথকে ল্যাঙ্গার

বিয়ের পিঁড়িতে বসতে আইপিএল থেকে ছুটিতে জাম্পা