Scores

কোহলিদের গুরুদায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

ভারতের প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়ার জন্য বেশ ভাবতে হয়েছে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিকে। দল নির্বাচনের গুরুদায়িত্ব কাকে দেওয়া যায়- এ নিয়ে দীর্ঘ সময় হয়েছে আলোচনা। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ পদটিতে বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক স্পিন বোলিং কোচ সুনীল জোশি।

কোহলিদের গুরুদায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে জোশির নাম প্রস্তাব করেছে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই নির্বাচকের মত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় বিসিসিআই।

Also Read - ক্রিকেটারকে কটূক্তি, বের করে দেওয়া হলো দুই সমর্থককে

নির্বাচক প্যানেলে মোট পদ পাঁচটি, যার মধ্যে প্রধান নির্বাচকের পদসহ দুটি পদ ছিল ফাঁকা। ব্যাপক আলোচিত ও সমালোচিত সাবেক প্রধান নির্বাচক এমকে প্রসাদের উত্তরসূরি কে হচ্ছেন- এ নিয়ে ভারতের ক্রিকেট ছিল বেশ জল্পনা-কল্পনা।

শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আসনটিতে বসছেন জোশিই। জোশিকে প্রধান নির্বাচক হিসেবে সুপারিশের পাশাপাশি নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে হরবিন্দর সিংয়ের নাম প্রস্তাব করেছে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। বর্তমানে প্যানেলে থাকা দেবাং গাঁধী, সরনদীপ সিং ও যতীন পরাঞ্জপের সাথে ভারতের দল নির্বাচনের গুরুদায়িত্ব পালন করবেন জোশি ও হরবিন্দর।


প্রসঙ্গত, বিসিসিআইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্যদের বাছাই করার দায়িত্ব পালন করা ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিতে রয়েছেন মদন লাল, রুদ্র প্রতাপ সিংহ ও সুলক্ষ্মণা নায়েক।

২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ঐ বছরের সেপ্টেম্বরে জোশির কাজের মেয়াদ এক বছর বাড়ানো হয়। তার অধীনে স্পিনাররা ভালো করায় তার দায়িত্বের মেয়াদ বেড়ে হয় ২০১৯ বিশ্বকাপ। বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে গত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই কাজ করেছেন তিনি। এরপর বোর্ড নতুন করে চুক্তি নবায়ন না করলে নিজ দেশে ফিরে যান ভারতের সাবেক এই ক্রিকেটার।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ক্ষুদ্রতম ম্যাচের রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড দিবারাত্রির টেস্ট

স্পিন-বান্ধব উইকেটে ‘৩’ পেসার খেলানোর এতো ভালো বুদ্ধি কার? প্রশ্ন বয়কটের

আর্থিক দুর্দশা কাটাতে গাঙ্গুলিকে পাশে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দেড় দিনেই শেষ টেস্ট- আইসিসির কাছ থেকে জবাব চান লয়েড

নিষেধাজ্ঞা থেকে হঠাৎ ‘মুক্ত’ উমর আকমল