Scores

কোহলিদের জন্য নারী থেরাপিস্ট

অ্যাথলেটদের জন্য কাজ করেন মূলত পুরুষ থেরাপিস্টরা। থেরাপিস্টকে পুরুষই হতে হবে- এমন কোনো রীতি না থাকলেও ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টে থেরাপিস্ট হিসেবে নারীদের দেখা মেলে না। তবে এবার সেই প্রচলনকে বুড়ো আঙুল দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কোহলিদের জন্য নারী থেরাপিস্ট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দলটি তাদের সাপোর্ট স্টাফে থেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে এক নারীকে। তিনি নবনিতা গৌতম, বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের সাপোর্ট স্টাফের অংশ হয়ে কাজ করবেন ১৩তম আইপিএলের পুরোটা জুড়ে।

Also Read - সিলেটের বিপক্ষে রনির অগ্নিঝরা বোলিং


আইপিএলে এবারই প্রথম কোনো নারী থেরাপিস্ট কাজ করবেন। বেঙ্গালুরুর প্রধান থেরাপিস্ট ইভান স্পিচলি ও কন্ডিশনিং কোচ শঙ্কর বসু থাকবেন তার সাথে। খেলোয়াড়দের ফিটনেস রক্ষা, উন্নতি ও থেরাপির কাজগুলো করবেন নবনিতা।

নবনিতাকে সাপোর্ট স্টাফে অন্তর্ভুক্তির ব্যাপারে জানিয়ে এক টুইট বার্তায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে বলা হয়-

‘আইপিএলের ১৩তম সংস্করণে নবনিতা গৌতম স্পোর্টস ম্যাসেজ থেরাপিস্ট হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ক্রিকেটারদের প্রস্তুতি ও চোট থেকে দ্রুত সেরে ওঠার জন্য কী কী ম্যাসেজ দরকার তা তিনি দেখবেন। আইপিএলে প্রথম দল হিসেবে মহিলা সাপোর্ট স্টাফ নিযুক্ত করতে পেরে আমরা গর্বিত।’


প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএলে আসছে বিতর্কিত নিয়ম ‘পাওয়ার প্লেয়ার’!

আরো প্রশস্ত হচ্ছে আইপিএল, বন্ধ হচ্ছে দিনের খেলা!

পাঞ্জাবের নতুন কোচ অনিল কুম্বলে

শেষমেশ বেঙ্গালুরুতেই ঠাই হল হেসনের

সাকিবদের কোচিং স্টাফে হ্যাডিন