কোহলির অফ ফর্মের কারণ রবি শাস্ত্রী!
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মনে করেন, কোহলির অফ ফর্মের কারণ ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী!
বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
অনেক দিন ধরেই ফর্মে নেই বিরাট কোহলি। ২০১৯ সালে সর্বশেষ শতক হাঁকানো কোহলি সম্প্রতি অধিনায়কত্বের চাপমুক্ত হয়েও আর শতকের দেখা পাননি- হোক তা ভারত জাতীয় দল কিংবা আইপিএল। কোহলির এই অফ ফর্মের পেছনে অদ্ভুত এক কারণ খুঁজে বের করেছেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মনে করেন, কোহলির অফ ফর্মের কারণ ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী!
২০১৭ সালে তুমুল বিতর্কের জন্ম দিয়ে অনিল কুম্বলেকে ছাঁটাই করে শাস্ত্রীকে ভারতের প্রধান কোচের আসনে বসায় বিসিসিআই। সে সময় এবং পরবর্তীতেও গুঞ্জন উঠেছিল, কেবল কোহলির জোরেই নাকি কোচ হয়েছেন শাস্ত্রী। সেই শাস্ত্রী কোচের আসন থেকে সরে গেলেও কোহলি যখন এখনও ফর্মহীন, তখন রশিদ লতিফ কাঠগড়ায় দাঁড় করালেন শাস্ত্রীকেই।
তার যুক্তি, শাস্ত্রী ভারতের কোচ না হলে কোহলির অফ ফর্ম আসত না। তিনি বলেন, ‘শাস্ত্রীর জন্যই তো কোহলির এই অবস্থা হয়েছে। ২০১৭ সালে অনিল কুম্বলের মতো একজনকে সরিয়ে শাস্ত্রীকে নিয়োগ করা হয়। ওর যোগ্যতা ছিল কিনা, সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। ও তো ব্রডকাস্টার ছিল, কোচিংয়ের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না।'
কোহলি শাস্ত্রীকে কোচ করার ক্ষেত্রে বড় নিয়ামক ছিলেন- এমনটি উল্লেখ করে রশিদ লতিফ আরও বলেন, 'বিরাট কোহলির পাশাপাশি আরও অনেকে শাস্ত্রীকে কোচ করার পিছনে ভূমিকা নিয়েছিল। তবে সেটা এখন উল্টো চাপে ফেলছে। ও কোচ না হলে, কোহলিকে অফ ফর্মে যেতে হত না।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।