Scores

“কোহলির উচিত সব দোষ নিজের কাঁধে নেয়া”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসরে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনো জয়ের মুখ দেখেনি বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির অধিনায়কত্বের সমালোচনায় এবার গৌতম গম্ভীর বললেন বোলারদেরকে দোষ না দিয়ে সব দোষ নিজের কাঁধে নেয়া উচিত তার।

কোহলির উচিত সব দোষ নিজের কাঁধে নেয়া

বিরাট কোহলি ও গৌতম গম্ভীর সম্পর্কেত তিক্ততা আর কারোই অজানা নয়। আইপিএলে একের পর এক ম্যাচ হারতে থাকা কোহলির কাটা ঘায়ে যেন এবার নুনের ছিটা দিলেন গম্ভীর। বললেন অধিনায়কত্বে কাঁচা কোহলি এখনো শিক্ষানবিশ পর্যায়ে আছে। তবে ব্যাটসম্যান কোহলির প্রশংসা তিনি অকপটেই করেছেন।

ভারতের প্রখ্যাত সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় নিজের এক কলামে গম্ভীর লেখেন অধিনায়ক হিসেবে সব দোষ কোহলির মেনে নেয়া উচিত। গম্ভীর তার কলামে কোহলির ভুলগুলো চিহ্নিত করে লেখেন,

Also Read - আবাহনীকে হেসেখেলে হারিয়ে শীর্ষে রূপগঞ্জ


‘একজন নিখাদ ওস্তাদ, কিন্তু অধিনায়ক কোহলি শিক্ষানবিশ পর্যায়ের। তাকে প্রচুর শিখতে হবে। বোলারদের ওপর দোষ না চাপিয়ে সব দায় তার নিজের কাঁধে নেওয়া উচিত। একটা উদাহরণ দেওয়া যায়। সিরাজের ওভারটি শেষ করতে স্টয়নিসের বদলে তার উচিত ছিল বাঁ হাতি স্পিনার পবন নেগিকে দিয়ে করানো। কারণ, উইকেটে বল বাঁক নিচ্ছিল। রাসেল বলে গতি পছন্দ করে, এটা বোঝা খুব সহজ ব্যাপার।’

কিউই পেসার টিম সাউদির খরুচে ওভার দেখে আশাহত হয়েছেন গম্ভীর নিজেও। তবে তিনি মনে করে এক্ষেত্রেও কোহলির ব্যর্থতা রয়েছে। বিপদের সময়ে দলের বোলারদের সঠিকভাবে সমর্থন দিতে পারেনি বেঙ্গালুরুর অধিনায়ক। এই সময় গম্ভীর নিজের অধিনায়কত্বের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন,

‘সাউদির বোলিংয়ে আশাহত হয়েছি। এত অভিজ্ঞতা নিয়ে সে শুধু পরিকল্পনা বদলেছে। তখন অধিনায়ক মানে কোহলির উচিত ছিল সাউদিকে নিজের পরিকল্পনা মনে করিয়ে দেওয়া। মনে আছে, ক্রিস গেইলের বিপক্ষে বোলারদের সব সময় বলেছি, যত মার-ই খাও পরিকল্পনা পাল্টাবে না।’

বরাবরই বাজে ফলাফল পাওয়ার পরও কোহলিকে বেঙ্গালুরুর অধিনায়কত্বে বহাল রাখে দেখে কিছু বিস্মিত গম্ভীর আগেই বলেছিলেন, ‘ফ্র্যাঞ্চাইজিটিকে তার ধন্যবাদ জানানো উচিত, কারণ এখনো তার ওপর ভরসা করে আছে। কারণ, কোনো টুর্নামেন্ট না জিতেও এত সময় থাকার সুযোগ খুব বেশি অধিনায়কের হয় না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

স্যামির কাছে ক্ষমা চেয়েছেন ইশান্ত

অবসরের আগে বিদেশি লিগ খেলতে চেয়ে বিপাকে ভারতীয় স্পিনার

না বুঝেই সাকিবকে ধুয়ে দিলেন পাকিস্তানি সাংবাদিক

সাকিবের আইপিএল একাদশের অধিনায়ক গম্ভীর