Scores

কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে অনবদ্য এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। হ্যামিল্টন টেস্টে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলার পর এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯১৫, যা তার ক্যারিয়ারের সেরা রেটিং।

কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের ইতিহাসে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন উইলিয়ামসনের। এর আগে বোলারদের ক্যাটাগরিতে ৯০০-রও বেশি (৯০৯) রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন কিংবদন্তী রিচার্ড হ্যাডলি।

Also Read - হ্যামিল্টন থেকে অনেক কিছু নিয়ে ওয়েলিংটন যাবে বাংলাদেশ


এই সিরিজ শুরুর আগে উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ছিল ৮৯৭। প্রথম টেস্টে ম্যান অব দ্যা ম্যাচের খেতাবের পাশাপাশি দারুণ দ্বি-শতক তাকে এনে দিয়েছে রেটিংয়ের উন্নতিও। এতে তিনি এখন রীতিমত নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা বিরাট কোহলির কাঁধে। ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক।

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার চলমান টেস্ট সিরিজের সুবাদে র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে কিউই ক্রিকেটার টম লাথাম ও নেইল ওয়াগনারেরও। শতক হাঁকানো লাথাম ব্যাটসম্যানদের তালিকায় একধাপ এগিয়ে ১১তম স্থানে রয়েছেন, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। জিত রাভাল ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে পাঁচ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্টের দুই ধাপ অবনমন ঘটেছে, তিনি রয়েছেন এখন অষ্টম স্থানে। টিম সাউদি রয়েছেন নবম স্থানে। হ্যামিল্টন টেস্টে ৭ উইকেট পাওয়া ওয়াগনার ১১তম স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশের পক্ষে উত্থান ঘটেছে তামিম ইকবালের। ১১ ধাপ এগিয়ে এই বাঁহাতি ওপেনার এখন অবস্থান করছেন ২৫তম স্থানে। এতে অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে টেস্টে তামিমই এখন বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংধারী খেলোয়াড়। ১২ ধাপ এগিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ উঠে এসেছেন তালিকার ৪০ নম্বরে। রিয়াদের মত শতক হাঁকানো সৌম্য সরকারেরও উত্থান ঘটেছে। ২৫ ধাপ এগিয়ে তিনি রয়েছেন ৬৭তম অবস্থানে।

একনজরে টেস্টের শীর্ষ পাঁচ

ব্যাটসম্যান:
১. বিরাট কোহলি, ৯২২ পয়েন্ট
২. কেন উইলিয়ামসন, ৯১৫ পয়েন্ট
৩. চেতেশ্বর পূজারা, ৮৮১ পয়েন্ট
৪. স্টিভ স্মিথ,  ৮৫৭ পয়েন্ট
৫.জো রুট, ৭৬৩ পয়েন্ট

বোলার:
১. প্যাট কামিন্স, ৮৭৮ পয়েন্ট
২. জেমস অ্যান্ডারসন, ৮৬২ পয়েন্ট
৩. কাগিসো রাবাদা, ৮৫১ পয়েন্ট
৪. ভ্যারনন ফিল্যান্ডার, ৮১৩ পয়েন্ট
৫. রবীন্দ্র জাদেজা, ৭৯৪ পয়েন্ট

অলরাউন্ডার:
১. জেসন হোল্ডার, ৪৩৯ পয়েন্ট
২. সাকিব আল হাসান, ৪০৭ পয়েন্ট
৩. রবীন্দ্র জাদেজা, ৩৮৭ পয়েন্ট
৪. বেন স্টোকস, ৩৫৭ পয়েন্ট
৫. ভ্যারনন ফিল্যান্ডার, ৩২৬ পয়েন্ট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টেস্ট র‍্যাংকিংয়ে সেরা পাঁচ বাংলাদেশি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে রোহিত-বুমরাহদের উন্নতি

বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রিয়াদ-মুস্তাফিজ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে কোহলি-মরগানের উন্নতি