Scores

কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের সাকলাইন-আকরাম-শোয়েব

বিরাট কোহলি তাঁর অসাধারণ ফিটনেস আর বিরল প্রতিভার জোরে ক্রিকেট বিশ্বের সবাইকে যেন চুম্বকের মতো নিজের ভক্তবনে টেনে আনছেন৷ হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সবাই যেন তাঁর সাফল্যের রহস্যের পেছনে ছুটছেন৷ ওয়েস্টইন্ডিজের কিংবদন্তী স্যার ডিভ রিচার্ডস থেকে শুরু করে পাকিস্তানের কিংবদন্তী বোলার সাকলাইন মোশতাক, শোয়েব আখতার আর ওয়াসিম আকরাম সবাই তাঁর ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ৷

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ক্রীড়াবিষয়ক আলোচনায় অংশ নিয়েছিলেন পাকিস্তানের তিনগ্রেট সাকলাইন মোশতাক, ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার৷ সবার মুখেই ছিল বিরাটের প্রশংসা৷ তাঁরা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের জয়ে বিরাট কোহলির অবদানকে ‘বিরাট অবদান’ বলে আখ্যা দিয়েছেন৷

Also Read - হায়দ্রাবাদেই অনুশীলন ম্যাচ খেলতে পারে বাংলাদেশ!


পাকিস্তানের কিংবদন্তী স্পিন বোলার সাকলাইন মোশতাক মনে করেন কোহলির ফিটনেসই তাঁর সাফল্যের চাবিকাঠি৷ তিনি বিরাট কোহলিকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে তেজময় এবং আগ্রাসী প্লেয়ার হিসেবে দাবি করেন৷

 

পাকিস্তানের আরেক গ্রেট ওয়াসিম আকরাম কোহলির ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানি প্লেয়ারদের সমালোচনা করতে ভুলেননি৷ তাঁর মতে পাকিস্তানি প্লেয়ারদেরও ফিটনেসের ক্ষেত্রে কোহলির মতো অনুশাসন মেনে চলা উচিত৷ তাছাড়া সিনিয়ারদের পরামর্শ নেয়ার ক্ষেত্রে কোহলির অকুন্ঠিত মনোভাবের ভূয়সী প্রশংসা করেন তিনি৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডমিঙ্গো

পিসিবির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আর্থারের

ওয়াসিমকে কোচ করার পরামর্শ মিয়াঁদাদের

ওয়াসিম আকরামকে অপমান, ওয়ালশের সমালোচনা

নিউজিল্যান্ডকে হারাতে ‘অদ্ভুত যোগসূত্র’ খুঁজছেন ওয়াসিম