Scores

কোহলির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে বিসিসিআই

করোনার কারণে চলছে লকডাউন, তাতে খেলাধুলা বন্ধ। বিরাট কোহলির সময়টা আমোদেই কাটছিল। তবে এরই মধ্যে তার বিরুদ্ধে উঠেছে স্বার্থের সংঘাতের অভিযোগ। একইসাথে সমধর্মী দুই প্রতিষ্ঠানে দায়িত্বরত হওয়ায় কোহলির বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ এনেছেন ভারতের মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত।

কোহলির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে বিসিসিআই

কোহলির বিরুদ্ধে আসা এই অভিযোগ তদন্ত করবে ভারতের ক্রিকেট পরিচালনা সংস্থা বিসিসিআই। সঞ্জীবের দাবি, কোহলি আইন ভেঙেছেন। আর আন ভাঙলে কোহলিকে পেতে হবে শাস্তি। যদিও বিসিসিইআইয়ের তদন্তে কোহলি দোষী সাব্যস্ত হন, তাহলে তার উপর সাজার খড়গ নেমে আসবে। বিসিসিআইয়ের ইথিক্স অফিসার ডিকে জৈন কোহলির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবেন, সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদও করা হতে পারে কোহলিকে।

Also Read - সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত


ডিকে জৈন বলেন, ‘আমার কাছে অভিযোগ এসেছে। সেটা খতিয়ে দেখব। যদি মনে হয় অভিযোগের সত্যতা আছে, তাহলে কোহলির থেকে জবাব তলব করবো।’

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে সবার উপরে কোহলি। আবার তিনি জাতীয় দলের অধিনায়কও। এই অবস্থায় তিনি এমন সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যার সাথে যুক্ত অন্যান্য কর্ণধাররা ভারত যা জাতীয় দলের খেলোয়াড় লোকেশ রাহুল, রিশাভ পান্ট, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব ও কুলদীপ যাদবের ব্যবসায়িক দিক দেখাশোনা করেন।


সঞ্জীবের অভিযোগ, কোহলির এই অবস্থান লোধা কমিশন ও সুপ্রিম কোর্টের সুপারিশ বিরোধী। তাই তিনি ভারতিইও অধিনায়কের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ এনেছেন। তবে শুধু অভিযোগের কারণেই বিপাকে পড়ছেন না কোহলি। অভিযোগ প্রমাণিত হবে কি না তা নির্ভর করছে বিসিসিআইয়ের তদন্তের উপর।

সমধর্মী একই দুই পদে থাকাকে বলা হয় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত, যা যেকোনো ক্ষেত্রেই আইন ভাঙার মত গুরুতর অপরাধ। অতীতে অনেক ক্রিকেটারই স্বার্থের সংঘাতের অভিযোগে বিপাকে পড়েছেন। এমনকি ক্রিকেটে একাধিক কাজে যুক্ত থাকায় বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও বছর কয়েক আগে পড়েছিলেন রোষানলে। এমনকি বিপাকে পড়েছিলেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণের মত কিংবদন্তিরাও।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কোহলিকে আউট করতে চান জাহানারা

কোহলির ‘সবচেয়ে সেরা’ ইনিংসটির সাথে জড়িয়ে ঢাকার নাম

বানভাসীদের পাশে দাঁড়াতে ব্যাট-বল নিলামে তুলছেন কোহলিরা

কোহলিকে গ্রেফতারের দাবিতে হাইকোর্টে পিটিশন

বাংলাদেশের বিপক্ষে হেলমেট পরে কিপিং করতে চেয়েছিলেন কোহলি