Scores

কোহলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, হতে পারে শাস্তি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন ভারতের মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে সঞ্জীব একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতেই আছে কোহলির বিরুদ্ধে অভিযোগ।ভারতের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে সবার উপরে কোহলি। সঞ্জীবের অভিযোগ, বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও কোহলি খেলাধুলা সম্পর্কিত একাধিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। কোহলির এই অবস্থান লোধা কমিশন ও সুপ্রিম কোর্টের সুপারিশ বিরোধী।

Also Read - আর্চারকে ভয়ের কিছু নেই : শোয়েব

অভিযোগপত্রে কোহলির দুই প্রতিষ্ঠানের নামও জানানো হয়েছে। জানানো হয়েছে, কোহলি বিরাট কোহলি স্পোর্টস এলএলপি কোম্পানি ও কর্নারস্টোন ভেঞ্চার পার্টনারস এলএলপি নামের দুটি সংস্থার অন্যতম কর্ণধার। এই দুই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে কোহলি বোর্ডের সর্বশেষ সংশোধিত সংবিধানের দুটি ধারা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। ধারা ভাঙার অপরাধে কোহলিকে শাস্তিও পেতে হতে পারে।

সমধর্মী একই দুই পদে থাকাকে বলা হয় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত, যা যেকোনো ক্ষেত্রেই আইন ভাঙার মত গুরুতর অপরাধ। অতীতে অনেক ক্রিকেটারই স্বার্থের সংঘাতের অভিযোগে বিপাকে পড়েছেন। এমনকি ক্রিকেটে একাধিক কাজে যুক্ত থাকায় বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও বছর কয়েক আগে পড়েছিলেন রোষানলে। এমনকি বিপাকে পড়েছিলেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণের মত কিংবদন্তিরাও।


অবাক করা ব্যাপার হল, কোহলির মত সৌরভ, শচীন, লক্ষ্মণের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন সঞ্জীব গুপ্ত। তার অভিযোগের ভিত্তিতে নির্দোষ থাকা সত্ত্বেও শচীন-সৌরভদের ছাড়তে হয়েছিল বিসিসিআইয়ের উপদেষ্টার পদ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠলে এশিয়া কাপ খেলবে ভারত

সিমন্সের চাওয়া এবার যেন বাছাইপর্ব খেলতে না হয় পোলার্ডদের

হেসেখেলে লঙ্কানদের হারিয়ে ইংল্যান্ডের রেকর্ড

দুর্দান্ত অভিষেকের পরও অসন্তুষ্ট সুন্দরের বাবা

ভারতে বসে পাকিস্তানে ‘অফিস’ করছেন দক্ষিণ আফ্রিকার অ্যানালিস্ট