কোহলির ব্র্যান্ড ভেল্যু ২০৬ কোটি টাকা!
ক্রিকেটে গ্ল্যামারের সংমিশ্রণ ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ভারতের। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশটির ক্রিকেটাররা বিশ্বের সেরা ধনী ক্রিকেটারদের তালিকায়ও জায়গা করে নেন। এরই ধারাবাহিকতায় এবার চোখ ধাঁধানো ব্র্যান্ড ভেল্যু অর্জন করেছেন দলটির অধিনায়ক বিরাট কোহলি।
ক্রিকেটাররা উপমহাদেশে নিজ নিজ দেশের সবচেয়ে বড় তারকাদের একজন। ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবেও তাই তাদের জুড়ি নেই। এই চিত্র স্পষ্ট হয়ে উঠে কোহলির দিকে তাকালে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ব্র্যান্ড ভেল্যুও চোখ কপালে তোলার মতই!
Also Read - বাংলাদেশকে চাপে রাখার কৌশল জানা জিম্বাবুয়ের
এই মুহূর্তে কোহলি ২৩টি প্রতিষ্ঠান বা পণ্যের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে রয়েছেন। এছাড়াও যুক্ত আছেন একটি হোটেলের সাথেও। সব মিলিয়ে ২০১৯ সালে কোহলির আয় ১৭৪ কোটি রুপি বা ২০৬ কোটি টাকা!
কোহলি যেসব ব্র্যান্ড বা পণ্যের সাথে অ্যাম্বেসেডর হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন সেগুলো হল- অডি, ফ্লিপকার্ট, এমআরএফ, পুনে, উবার, টু, ইয়াম, স্টার, ভিকস, ভেলভলাইন, হিমালয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স, আমেরিকান টুরিস্টার, বুস্ট, রেমিট টু ইন্ডিয়া, মান্যবর, শিয়াম স্টিল, ভিটাবায়োটিকস, ভলিনি, লুমিনাস, হিরো, কলগেট, মোবাইল প্রিমিয়ার লিগ ও গুগোল ডুয়ো।
ক্রিকেট ও বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হওয়া ছাড়াও ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে শামিল হয়েও বাড়ছে কোহলির আয়। ক্রিকেট বিশ্বের অন্যতম বড় এই তারকার উচ্চতা এতই বেশি যে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান তাকে দূত করার জন্য রীতিমত পিছু লেগে থাকে। তবে কোহলিকে পাওয়াও যে চাট্টিখানি কথা নয়! বেশ বুঝেশুনেই চুক্তির পথে পা বাড়ান ভারতের অধিনায়ক।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।