Scores

কোহলির মাঠের বাইরের অধিনায়ক আনুশকা!

বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের সেরা কয়েকজন অধিনায়কের নামের তালিকা করলে সেখানে বিরাট কোহলির নামটা থাকবে উপরের দিকেই। জাতীয় দল তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও অল্পবিস্তর যা খেলার সুযোগ হয়; কোহলির বিচক্ষণ নেতৃত্ব দেখা যায় সেখানেও। অথচ সেই কোহলিরই কিনা আছেন আরেকজন অধিনায়ক!

কোহলির মাঠের বাইরের অধিনায়ক আনুশকা!

ভারতের অধিনায়কের সেই ‘আরেকজন অধিনায়ক’ হচ্ছেন তারই স্ত্রী আনুশকা শর্মা। নিজের শৃঙ্খল জীবন এবং সফল ক্যারিয়ারের জন্য আনুশকাকে অনেকবারই কৃতিত্ব দিয়েছেন কোহলি। এবার একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে সুন্দরী স্ত্রীকে ‘মাঠের বাইরের অধিনায়ক’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

Also Read - উইন্ডিজ সফরের আগেই নতুন কোচ


নিজের জীবনে আনুশকার ভূমিকা উল্লেখ করে কোহলি বলেন-

‘অবশ্যই সে (আনুশকা শর্মা) মাঠের বাইরে অধিনায়ক। আমার জীবনের সকল সঠিক সেই নিয়ে থাকে। সে আমার শক্তি এবং আমাকে সবসময় ইতিবাচক রাখে। একজন জীবনসঙ্গীর মাঝে আপনি এই জিনিসটাই খুঁজবেন। তাকে পেয়ে আমি অনেক বেশি কৃতজ্ঞ।’

শুধু ঘর সামলানোই নয়, আনুশকা ভালো বোঝেন স্বামীর নেশা-পেশা ক্রিকেটটাও! কোহলি বলেন-

‘সে ক্রিকেটের প্রতি অনেক বেশি আসক্ত। খুব ভালোভাবেই ক্রিকেট খেলা বোঝে সে এবং প্রত্যেক খেলোয়াড়ের আবেগের ব্যাপারটাও ধরতে পারে। কোন পরিস্থিতিতে একজন খেলোয়াড় কি ভাবছে তা বুঝতে পারে আনুশকা। এটি দুর্দান্ত একটি গুণ।’

পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করে আসছিলেন ভারত জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। তাদের দুজনকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তাই এই দুজনের প্রেমও সবসময় থেকেছে খবরের শিরোনাম হয়ে। প্রায় পাঁচ বছর ধরে মন লেনাদেনা চলে কোহলি এবং আনুশকার। অবশেষে ক্রিকেট ও বিনোদন অঙ্গনের ঘোর গুঞ্জনকে সত্যি করে গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ২০১৭ সালের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালা বদল করেন কোহলি এবং আনুশকা।

আরও পড়ুনঃ পরামর্শকই কারস্টেনের ভূমিকা

Related Articles

আনুশকাকে রেখেই অস্ট্রেলিয়ায় ছুটবেন কোহলি

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

করোনা মোকাবেলায় কোহলি-আনুশকার ‘৩ কোটি’ অনুদান

করোনাভাইরাস প্রতিরোধে কোহলি-আনুশকার অনুরোধ

আনুশকার হয়ে ব্যাট করলেন কোহলি