Scores

কোহলির সাথে পাল্লা দিয়ে এগোচ্ছেন স্মিথ

চলতি অ্যাশেজে স্টিভ স্মিথের ব্যাটে দেখা গেছে রানের ফোয়ারা। চোটের কারণে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে ব্যাটিং করতে নামতে না পারলেও সুখবর পেয়েছেন তিনি। আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে আরও একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

২০১৮ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে গিয়েছিলেন স্মিথ। দেড় বছর পর এজবাস্টন টেস্ট দিয়ে সাদা পোশাকে ফিরে প্রথমদিনেই শতক হাঁকান তিনি। দ্বিতীয় ইনিংসেও খেলেন শতরানের এক ঝলমলে ইনিংস। উপহারস্বরূপ টেস্ট র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেন।

Also Read - কোহলির নামে স্ট্যান্ড হচ্ছে দিল্লিতে


প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৪২ ও ১৪৪ রান করার পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও গিয়েছিলেন তিন অঙ্কের খুব কাছাকাছি। লর্ডস টেস্টের চতুর্থ দিনে আহত স্মিথ মাঠ ছাড়েন ৯২ রান করে। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করা হয়নি তার।

সর্বশেষ তিন ইনিংসে ১২৬ গড়ে ৩৭৮ রান এসেছে তার ব্যাট থেকে। লর্ডস টেস্ট শেষে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১৩। টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই অজি তারকা। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সাথে তার পয়েন্ট ব্যবধান এখন মাত্র ৯। কোহলির রেটিং ৯২২। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে পারলে হয়ত ছাড়িয়ে যেতেন সেটাও!

এছাড়াও র‍্যাঙ্কিংয়ে বেশ রদবদল দেখা গেছে। স্মিথের সতীর্থ ট্রেভিস হেড দুই ধাপ এগিয়ে এসেছেন ১৮তম স্থানে। অপরাজিত শতক হাঁকানো ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬তম স্থানে। এছাড়া জনি বেয়ারস্টো সাত ধাপ এগিয়ে ৩০তম ও ররি বার্নস ১৭ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে অবস্থান করছেন।

অজি পেসার প্যাট কামিন্স শীর্ষ থেকেই নিজেকে নিয়ে গেছেন আরও উচ্চে। তার রেটিং পয়েন্ট বেড়ে এখন ৯১৪! এছাড়া অভিষিক্ত জফরা আর্চার শুরুতেই জায়গা করে নিয়েছেন সেরা একশতে (৮৩তম)। ইংলিশ স্পিনার জ্যাক লিচও এগিয়েছেন আট ধাপ (৪০তম)।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

নির্ধারিত সময়েই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

অভিমানে অবসরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

বাংলাদেশ সফরের আশা ছাড়ছেন না কামিন্স

করোনায় আটকে গেছে তাদের বিয়ে

জুনেও বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া!