Scores

কোহলি-আনুশকাকে আইনি নোটিশ

ভারতের ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউডের এক সময়ের অভিনেতা আরহান সিং। আরহান সিংয়ের দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় করা হয়েছে তাকে।

কোহলি-আনুশকাকে-আইনি-নোটিশ

ঘটনার সূত্রপাত এক ভিডিও থেকে। গত ১৫ জুন গাড়িতে করে যাওয়ার সময় আনুশকা শর্মা দেখতে পান পাশের গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলছেন একজন। ডাস্টবিন ব্যবহার না করে রাস্তায় ময়লা ফেলা দেখে চটে যান আনুশকা শর্মা। সেখানে ক্ষোভ নিয়ে আনুশকা শর্মা বলেন, “আপনি রাস্তায় ময়লা ফেললেন কেন?  আপনি রাস্তায় প্লাস্টিক ফেললেন কেন? আপনি এভাবে রাস্তায় ময়লা ফেলতে পারেন না। এরপর থেকে ময়লা ফেলার ক্ষেত্রে ডাস্টবিন ব্যবহার করবেন।”

Also Read - এ কোন অস্ট্রেলিয়া!


কথাগুলো যাকে বলেছিলেন তিনি হলেন আরহান সিং। আরহান সিং ছিলেন বলিউডের এক সময়ের শিশুশিল্পী। সেই ঘটনার ভিডিও টুইটারে দেন বিরাট কোহলি। কোহলি লিখেন, “এ মানুষগুলোকে রাস্তায় ময়লা ফেলতে দেখলাম এবং থামালাম। বিলাসবহুল গাড়ীতে চড়ছে এবং মগজ কাজ করছে না। এ মানুষগুলো আমাদের দেশ পরিস্কার রাখবে? হ্যা ঠিক! যদি আপনি এমন ভুল কিছু ঘটতে দেখেন, তাহলে একই কাজ করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন।” 

ভারতের সংবাদসংস্থা এএনআইকে আরহান সিং বলেন, “আমার আইনজীবী বিরাট কোহলি এবং আনুশকা শর্মা কোহলিকে আইনি নোটিশ পাঠিয়েছেন। যেহেতু বল এখন তাদের কোর্টে তাই কোনো মন্তব্য করছি না। আমরা এখন তাদের জবাবের জন্য অপেক্ষা করছি।”  আনুশকা শর্মার বলার ধরণ নিয়েও আপত্তি রয়েছে তার।


আরো পড়ুনঃ ‘পেস বোলাররা এক ফরম্যাটে খেলবেন’


 

Related Articles

বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তুলল ক্রিকেটাররা

যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকা কিছু রেকর্ড

স্টোকসের টুইটে শিরোনাম পরিবর্তন করল ক্রিকইনফো

বিশ্বকাপ জেতানো বোলার নায়ক মাঠের বাইরেও

করোনাভাইরাসের শঙ্কায় বাতিল বুড়োদের বিশ্বকাপ