Scores

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ঘরে আসছে নতুন অতিথি। আগামী জানুয়ারিতে এই তারকা দম্পতির কোলে আসবে তাদের প্রথম সন্তান।

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি
এই ছবি দিয়েই সুখবর জানিয়েছেন কোহলি ও আনুশকা। টুইটার

টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন আনুশকা ও কোহলি দুইজনই। দুইজনের অন্তরঙ্গ একটি ছবি সংযুক্ত করে কোহল ও আনুশকা লিখেছেন, ‘এবং আমরা তিনজন! আসছি ২০২১ সালের জানুয়ারিতে।’

Also Read - আমিরাতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, নতুন শঙ্কায় আইপিএল


টুইটার ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানিয়েছেন আনুশকার গর্ভধারণের খবর, যা স্পষ্ট হাস্যজ্বল আনুশকার ছবি দেখেও। জনপ্রিয় জুটির সন্তান আগমনের খবর শুনে অভিনন্দন বার্তার বৃষ্টি ঝরছে কমেন্টবক্স ও নতুন নতুন টুইটে।

বিয়ের আগে পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করে আলোচনায় আসেন ভারত জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। তাদের দুজনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তাই এই দুজনের প্রেমও সবসময় থেকেছে খবরের শিরোনাম হয়ে।

দীর্ঘ সময় ধরে মন লেনাদেনা চলে কোহলি-আনুশকার। অবশেষে ক্রিকেট ও বিনোদন অঙ্গনের ঘোর গুঞ্জনকে সত্যি করে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুইজন। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালা বদল করেন তারা। এখনো গণমাধ্যমের ক্রিকেট ও বিনোদন বিভাগের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েই আছেন তারা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

গুগোল সার্চ : আনুশকা শর্মা যে কারণে ‘রশিদ খানের স্ত্রী’

‘ভারতীয়দের রসিকতাবোধের অভাব আছে’

শিরোনাম না পড়ে নিজের কানে শোনো : গাভাস্কার

কোহলি-আনুশকাকে নিয়ে বিরূপ মন্তব্য; মুখ খুললেন গাভাস্কার

গাভাস্কারকে আনুশকার কড়া জবাব, হটানোর দাবিতে উত্তাল টুইটার