Scores

কোহলি ইংল্যান্ডকে দেখাতে চায় কেন সে সেরা : শাস্ত্রী

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অনেকেই তাকে মানেন বর্তমান যুগের শ্রেষ্ঠ ব্যাটসম্যান। দুর্দান্ত ব্যাটিং করে ইতোমধ্যেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এ ব্যাটসম্যান। তবে ইংল্যান্ডের মাটিতে কোহলির রেকর্ডটা অমলিন। এবার ইংল্যান্ডে ভাল করতে কোহলি মুখিয়ে আছেন বলে জানিয়েছেন ভারতের রবি শাস্ত্রী।কোহলি ইংল্যান্ডকে দেখাতে চায় কেন সে সেরা : শাস্ত্রী

২০১৪ সালে ইংল্যান্ড সফর করেছিল ভারত। পাঁচ টেস্টের দশ ইনিংসে তার ছিল না কোনো অর্ধশতক। গড় ছিল মাত্র ১৩.৫০। রান ছিল ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ এবং ২০। ১০ ইনিংসে তার সর্বমোট সংগ্রহ ১৩৪।

ইএসপিএন ক্রিকইনফোকে শাস্ত্রী বলেন, “কোহলির সাম্প্রতিক রেকর্ড দেখুন। সে চার বছরে কি কি করেছে তা আমার বলতে হবে না। আপনি যখন এভাবে পারফর্ম করতে থাকবেন তখন আপনার মানসিক অবস্থাটাও অন্যরকম হবে।”

Also Read - দেশের ঘটনায় বিমর্ষ রুবেল


তিনি আরও বলেন, “হ্যাঁ, সে যখন চার বছর আগে এখানে এসেছিল তখন একটা অর্ডিনারি সিরিজ কাটিয়েছে। কিন্তু চার বছর পর সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে ব্রিটিশদের দেখাতে চাইবে কেন সে বিশ্বের সেরা ক্রিকেটার।”

চার বছরে বদলে গিয়েছে অনেক কিছু। বদলে গিয়েছেন বিরাট কোহলিও। ইংল্যান্ডের মাঠে ইংলিশ বোলিং আক্রমণকে সামলানোর কাজটা কঠিনই। কঠিন চ্যালেঞ্জে জয়ী হয়ে নিজের মহত্বকে আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ কোহলির সামনে।

১ আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে বার্মিংহামে।


আরো পড়ুনঃ গেইল না খেললে আমাদের জন্য ভালো: সাকিব

টেস্টে দৃষ্টিকটু ভরাডুবি হলেও ওয়ানডে সিরিজে উইন্ডিজদের বিপক্ষে ভালো বল করেছে বাংলাদেশ, যা বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ককে যোগাচ্ছে আত্মবিশ্বাস। তবে এতে এতটুকু কমছে না সাকিবের প্রতিপক্ষের প্রতি সমীহ। সাকিব বলেন, ‘ওয়ানডেতে যেহেতু ওদের বিপক্ষে ভালো বল করে আসছি, বোলারদের ভালো আত্মবিশ্বাস থাকবে, ওদের বিপক্ষে ভালো বোলিং করতে পারি। ওদের দলের দিকে যদি তাকান, যত নাম বলবেন, বেশির ভাগই ভয় পাওয়ার মতো।’

 

 


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ব্রিটিশ সংবাদমাধ্যমের উপর বেজায় চটেছেন স্টোকস

যে ম্যাচে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই ঘুরে দাঁড়াতে মরিয়া

কোহলির ব্র্যান্ড ভেল্যু ২০৬ কোটি টাকা!

ছয় মাসের মধ্যেই টি-টোয়েন্টি দলে ভারসাম্য আসবে!

বয়স নিয়ে সমালোচনাকারীদের নিয়ে ভাবেনই না রশিদ!