Scores

কোহলি নন, মোহাম্মদ নবীর প্রিয় ডি ভিলিয়ার্স

বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি ভিলিয়ার্স অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে তাতেও তার শ্রেষ্ঠত্বের স্বীকারোক্তিতে পড়ছে না ভাঁটা।

কোহলি নন, মোহাম্মদ নবীর প্রিয় ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। ছবিঃ বিসিসিআই

মারকুটে ব্যাটিংয়ের জন্য খ্যাতি আছে কোহলি ও ডি ভিলিয়ার্স দুজনেরই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুজন আবার খেলেন একই দলে। সময়ের সেরা দুই ব্যাটসম্যানকে একইসাথে ব্যাট করতে দেখা অনেকের কাছেই স্বপ্নের মত ব্যাপার। ক্রিকেট ভক্তরা দুই ক্রিকেটারের মধ্যে একজনকে বাছাই করতে গেলে একটু হিমশিম খেয়ে বসেন।

তবে হিমশিম খান নি আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। ইএসপিএনক্রিকইনফোর করা একটি প্রশ্নের জবাবে নবী জানান, কোহলি আর ডি ভিলিয়ার্সের মধ্যে তার প্রিয় ডি ভিলিয়ার্সই।

Also Read - ভারতের ব্যাটসম্যানদের রান উৎসব


কোহলি নন, মোহাম্মদ নবীর প্রিয় ডি ভিলিয়ার্স
মোহাম্মদ নবী। ছবিঃ গেটি ইমেজ

অবশ্য এই উত্তর দিতে কিছুক্ষণ ভাবতে হয়েছে নবীকে। কিছুক্ষণ চিন্তা করার পর নবী জানান, দুই বিধ্বংসী ব্যাটসম্যানের মধ্যে তার বেশি ভালো লাগে দক্ষিণ আফ্রিকান ডি ভিলিয়ার্সকেই।

একইসাথে নবীকে প্রশ্ন করা হয়- দুই সাবেক ব্যাটিং কিংবদন্তী শচীন টেন্ডুলকার এবং ব্রায়ান লারার মধ্যে কে তার প্রিয়। এর উত্তরে নবী বেছে নিয়েছেন ভারতের শচীন টেন্ডুলকারকেই। আরও একটি প্রশ্নে ‘কে অধিক প্রিয়’ এমন প্রশ্নে নবীর কাছে ছুঁড়ে দেওয়া হয় দুটি বাছাই- উইন্ডিজের ক্রিস গেইল ও ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। সেখান থেকে নবী বেছে নেন এখনও দাপটের সাথে খেলে যাওয়া গেইলকেই।

নবীর কাছে ছুঁড়ে দেওয়া হয়েছিল আরও একটি কঠিন প্রশ্ন- দুই আফগান সতীর্থ রশিদ খান আর মোহাম্মদ শাহজাদের মধ্যে কার উদযাপন বেশি ভালো লাগে? রশিদ খানের উদযাপন অনেকটাই গোছালো। অন্যদিকে খ্যাপাটে উদযাপনে খ্যাতি আছে শাহজাদের, যা মাঝে মাঝে এনে দেয় হাসির খোরাকও। নবী বেছে নিয়েছেন শাহজাদের খ্যাপাটে উদযাপনকেই।

ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে আফগানিস্তান ক্রিকেট দল এখন ভারতে। এর আগে দেশটিতে ছিল আফগানিস্তানের বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ, তারও আগে আইপিএল। এই কারণেই হয়ত, বিগব্যাশ আর আইপিএলের মাঝে নবী এগিয়ে রেখেছেন আইপিএলকেই।

আরও পড়ুনঃ নতুন কাঠামোয় বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাকিবকে ছেড়ে দিলো সানরাইজার্স হায়দরাবাদ

সাকিবের আইপিএল ইস্যুতে মুখ খুলল বিসিসিআই

কেকেআর শিবিরে দুই অজি-কিউই তারকা

চাকরি হারিয়ে নতুন ঠিকানায় ফ্লাওয়ার!

প্রথমবার কলকাতায় বসতে যাওয়া আইপিএল নিলামের খুঁটিনাটি