Scores

কোহলি প্রীতি নিয়ে প্রশ্ন তোলায় বাংলাদেশি ভক্তকে আইসিসির জবাব

আইসিসির বিরুদ্ধে বরাবর অভিযোগ রয়েছে ভক্তদের আইসিসির ভারত প্রীতি রয়েছে। গতকাল ভারতের প্রথম ম্যাচের পূর্বে আইসিসি কোহলিকে রাজা হিসেবে দেখিয়ে একটি ছবি টুইট করে। তবে এতে তুমুল সমালোচনার মুখে পরে আইসিসি।

কোহলি প্রীতি নিয়ে প্রশ্ন তোলায় বাংলাদেশি ভক্তকে আইসিসির জবাব
অন্য ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন ছিলো অন্য কোন দল প্রথম ম্যাচ খেলার আগে কেনো তাদের ক্রিকেটারদের নিয়ে এমন ছবি দেওয়া হলো না? কেনো কোহলি ও ভারতকে নিয়েই আইসিসির এত আগ্রহ। এই প্রশ্ন করা থেকে বাদ যাননি সাবেক ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মাইকেল ভনও। তিনি আইসিসিকে প্রশ্ন করেন কেনো আইসিসির এই নোংরা পক্ষপাতিত্ব?

সাধারণ ভক্তদের তোপের মুখে আইসিসি চুপ থাকলেও মাইকেল ভনের মত তারকার প্রশ্ন তোলায় চুপ থাকতে পারেনি আইসিসি।

তারা সাথে সাথে মাইকেল ভনকে উত্তর দেয় এটা ছিলো কোহলির আইসিসি র‍্যাংকিংয়ের ফলে। ভনকে কোহলির র‍্যাংকিং দেখিয়ে তাদের এই ধরনের ছবি টুইট করার পক্ষে সাফাই গায় আইসিসি।

তবে আইসিসির এই পাল্টা জবাবের পর একজন বাংলাদেশি ভক্ত আইসিসিকে পাল্টা প্রশ্ন করে সাকিব আল হাসানও আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বর অলরাউন্ডার।

তাহলে কোহলির মত সাকিবের জন্যও কি আইসিসি বিশেষ কোন ওয়ালপেপার তৈরী করে টুইটারে পোস্ট করবে? মনে হয়না।

তবে সবাইকে অবাক করে দিয়ে আইসিসি সেই সাধারণ ভক্তকেও উত্তর দেয় ও সাকিবের জন্য আলাদা ওয়ালপেপার তৈরী করে দেয়। যদিও কোহলির মতো রাজার মতো ছিলোনা, তবে একটি বিশেষ ওয়ালপেপার তৈরী করে দিতে বাধ্য হয় আইসিসি।

তবে কোহলির প্রতি পক্ষপাতিত্ব টুইটকে যথার্থ হিসেবে দেখানোর জন্য আইসিসির এইভাবে সাধারণ ভক্তদের পাল্টা জবাব দেওয়ায় বেশ অবাকই হয়েছে ক্রিকেট ভক্তরা। আইসিসির জবাবের পরও টুইটারে এখনো সমালোচনা হচ্ছে আইসিসির কোহলির জন্য এমন টুইট করায়।

উল্লেখ্য ভারত আসরে নিজেদের প্রথম ম্যাচে সহজেই জয় লাভ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভারতের ২য় ম্যাচ রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে লন্ডনে অনুষ্ঠিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডিজিটাল যুগে এনালগ আইসিসি, বাংলাদেশি ভক্তদের সাথে নির্মম ঠাট্টা

আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০১৯

জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কান টেস্ট দল ঘোষণা

বিশ্বকাপে বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা

চারদিনের টেস্ট নিয়ে রুট-ডু প্লেসির মন্তব্য