Scores

কোহলি-রোহিতসহ ‘৭’ ক্রিকেটারকে পেতে বিসিসিআইকে অনুরোধ বিসিবির

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । এ সিরিজে ভারতের রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি সহ সাত ক্রিকেটারকে পেতে বিসিসিআইকে অনুরোধ করেছে বিসিবি।

ভারতের সিরিজ, আইপিএল বাদে কোথাও ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি দেয় না তাঁদের ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তবে আগামী বছর একসঙ্গে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যেতে পারে। আগামী বছর মার্চে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী।

Also Read - ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিয়ে লাভটা কী? প্রশ্ন পাপনের


বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আর এ দুটি ম্যাচ পাবে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদাও। এ দুটি ম্যাচের জন্য বিসিসিআইয়ের কাছে ধোনি, কোহলি, রোহিত, হার্দিক পান্ডিয়া, জাদেজা, বুমরাহ, ভুবেনেশ্বর কুমারকে এ টি-টোয়েন্টির জন্য চেয়েছেন বিসিবি। এ বিষয়ে বিসিবি নাজমুল হাসান বলেন,

“দুইটি টি-টোয়েন্টি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ মার্চ। যদিও এখনও ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করা হয় নি। তবে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররাও থাকবে এশিয়া একাদশে।”

এর আগেও এমন সিরিজ আয়োজন করা হয়েছে। ২০০৫ সালে বিশ্ব একাদশের সঙ্গে ওয়ানডে টেস্ট সিরিজ আয়োজন করেছিল অস্ট্রেলিয়া। দুই বছর পর আফ্রিকা একাদশ ভারত সফরে গিয়েছিল এশিয়া একাদশের বিপক্ষে খেলার জন্য। এছাড়াও পাকিস্তানেও সফর করেছে বিশ্ব একাদশ।

দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ব্যাপারে নিশ্চিত বিসিবি। তবে দেখার বিষয় বিসিবির প্রস্তাবে সাড়া দেয় কি না বিসিসিআই।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন ধোনি

কঠিন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠাণ্ডা রাখেন ধোনি?

যেভাবে শচীন, শেবাগ, গাঙ্গুলীদের বাদ দিয়েছিলেন ধোনি

নিজের করা গর্তে নিজেই পড়লেন ধোনি!