Scores

কোহলি-স্মিথদের ‘ন্যাড়া মাথার’ চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ওয়ার্নার

করোনাভাইরাসের বিপক্ষে লড়তে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন বিশ্ব ক্রিকেটের সব তারকা। অর্থনৈতিকভাবে সাহায্যের পাশাপাশি সামাজিক বা করণীয় দিকগুলো নিয়েও কথা বলছেন সবাই। কেউ আবার এই দুর্যোগ মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানুষদের জানাচ্ছেন সমর্থন। স্বাস্থ্যকর্মীদের সম্মানে যেমন মাথার চুল ছেঁটে ফেললেন ডেভিড ওয়ার্নার। একইসাথে একাধিক ক্রিকেটারের উদ্দেশ্যে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিয়েছেন তিনি।

কোহলি-স্মিথদের ‘ন্যাড়া মাথার’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওয়ার্নার

নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে গেছে বিশ্বজুড়ে মাঠে থাকা সব ধরনের খেলাধুলা। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে স্থগিত হয়ে আছে প্রতিটি দেশের ঘরোয়া ক্রিকেটও। সব মিলিয়ে ক্রিকেট অঙ্গন থমথমে, নিস্তব্ধ। কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকতে বর্তমানে ‘গৃহবন্দী’ জীবন কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে সে সুযোগ নেই হাসপাতাল বা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের।

Also Read - বাংলাদেশি পেসারদের কালজয়ী তিন পারফরম্যান্স


সেই সকল স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে নিজের মাথার চুল ছেঁটে ফেলেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ওয়ার্নার। মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন এই অস্ট্রেলীয় তারকা। সেখানে দেখা যায়, ট্রিমারের সাহায্যে মাথা ন্যাড়া করছেন তিনি।

সেই পোস্টে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, মার্কোস স্টয়নিস, জো বার্নস, ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগান ও অজি গলফার ট্রাভিস স্মিথকে ট্যাগ করে ‘ন্যাড়া মাথার’ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ওয়ার্নার। তিনি বলেন-

‘তোমরাও আমার মতো মাথা ন্যাড়া করে সামনে থেকে লড়াই করা কর্মীদের সম্মান জানাতে পারো।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার দুই হর্স রেসিং তারকা টমি বেরি ও জেমস ম্যাকডোনাল্ড মাথা ন্যাড়া করার চ্যালেঞ্জে মনোনীত করেন ডেভিড ওয়ার্নারকে। সে চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। এবার ওয়ার্নারের চ্যালেঞ্জকে কে কে গ্রহণ করেন, সেটি দেখারই অপেক্ষা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

সেই বাদ পড়াই বদলে দেয় তামিমের ক্রিকেট জীবন

কোহলির অনুশীলন দেখে লজ্জিত হতেন তামিম!

করোনার পর কেমন হবে ক্রিকেট?

‘ভারতের বিপক্ষে মানসিক চাপ নয়, বরং খেলতে ভালো লাগে’