কোয়েটার বোলিং কোচ হলেন শন টেইট

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-12-17T22:03:45+06:00
আপডেট হয়েছে - 2023-12-17T22:04:48+06:00
আবারো চমক দিলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এবার তারা বোলিং কোচ হিসেবে দলে ভেড়ালো শন টেইটকে। তার আগে আরেক সাবেক অজি ক্রিকেটার শেন ওয়াটসনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।
শন টেইট
সাবেক অজি পেসার টেইট ২০২১ সালে আন্তর্জাতিক অঙ্গনে কোচিং ক্যারিয়ার শুরু করেন। আফগানিস্তান দলের কোচ হিসেবে এই যাত্রা শুরু করেছিলেন তিনি। তারপর ভারতের ঘরোয়া ক্রিকেটে পদুচেরি দলের বোলিং হিসেবে কাজ করেন টেইট। তারপর পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন এই সাবেক ফাস্ট বোলার। ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও বোলিং কোচ ছিলেন টেইট।
পাকিস্তান দলে কাজ করার সুবাদে অনেক ক্রিকেটারের সাথেই টেইটের কাজ করার অভিজ্ঞতা আছে যাদেরকে তিনি পাবেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে।
টেইটকে কোয়েটার কোচিং স্টাফে যুক্ত করার মাধ্যমে তাদের কোচিং স্টাফ পুনর্গঠনের ইঙ্গিত নিশ্চিত করে যে তারা টানা চার মৌসুমে প্লে অফে খেলতে পারেনি। কোয়েটার পিএসএলের প্রথম চারটি সংস্করণে সবচেয়ে ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজি ছিল। প্রথম চার মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ছিল অন্যতম সেরা দল। প্রথম তিন আসরেই ফাইনাল খেলা কোয়েটা শিরোপা জিতেছিল ২০১৯ সালে। কিন্তু তারপর থেকেই আর গ্রুপ পর্ব পার হতে পারছে না দলটি।
টেইটকে বোলিং কোচ করার আগে ওয়াটসনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কোয়েটা। ওয়াটসন আগে দলটির পক্ষে খেলেছেন এবং ২০১৯ সালে শিরোপাও জিতেছিলেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।