Scores

ক্যাপ্টেন্সি নিয়ে এখনই কিছু বলতে চান না মাশরাফি

অধিনায়ক হিসেবে এটাই মাশরাফির শেষ সিরিজ এমনটা বিসিবি প্রধান নাজমুল হাসান জানালেও এই বিষয়ে মিডিয়ার সামনে মুখ খুলতে চাননি দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। দীর্ঘদিন পর দলে ফিরলেও সমস্যার কিছু দেখছেন না তিনি।

কদিন আগেই বিসিবি সভাপতি বলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শেষ হচ্ছে ‘অধিনায়ক’ মাশরাফির অধ্যায়। অবশ্য নিজের সেই কথা ফিরিয়ে নিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। পরবর্তীতে জানান, এমন কিছুই বলেননি তিনি। বোর্ড সভার পরেই সিদ্ধান্ত হবে অধিনায়কত্ব নিয়ে। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি।

Also Read - ভারতের ব্যর্থতার দিনে কাঠগড়ায় কোহলি


বিশ্বকাপের পর মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সে সিরিজে ইনজুরির কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। বোর্ড সভাপতির ওই ভাষ্যেরে পর সবার মনে একটাই প্রশ্ন তাহলে কী শেষ হতে যাচ্ছে ‘অধিনায়ক’ মাশরাফির অধ্যায়? দীর্ঘদিন পর আন্তর্জাতিক সিরিজের জন্য মিডিয়ার সামনে এসেছেন মাশরাফি। অবশ্য তিনি এই ইস্যুতে খোলাসা করে কিছুই বলতে চাননি।

“ক্লিয়ারের কী আছে, সব তো মনে হয় বোর্ড সভাপতি বলেছেন। আমার সাথে কী কথা হয়েছে এটা আপনাদের বলা প্রয়োজন বলে মনে হয় না। ক্রিকেট বোর্ড যেটা বলেছে আপনারা তো জানেন, সেটাই আপনাদের জন্য যথেষ্ট। আমার মুখ থেকে আবার শুনতে হবে কেন?”

শুধু অধিনায়ক হিসেবেই অনেকেই ধারণা করছেন ক্রিকেটার হিসেবেও এটিই শেষ হতে যাচ্ছে মাশরাফির অধ্যায়। অধিনায়কত্বর পাশাপাশি এই ইস্যুতেও খোলাসা করেননি মাশরাফি।

“এটা তো আমি জানি না। আমি তো বলেছি, আপনাদের এখনই বলার কিছু নেই। বলার কিছু থাকলে বলতাম। বোর্ড সভাপতি যেহেতু বলেছেন, আপনারা তো জানেনই।”

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন মাশরাফি। স্বাভাবিকভাবে জাতীয় দলের পরিবেশটা একটু হলেও অচেনা থাকার কথা মাশরাফির। এই সময়টায় দলের অধিনায়কও বদলেছে। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এসব কোন সমস্যা দেখছেন না মাশরাফি।

“সবাই খেলার মধ্যে ছিল। পরিবর্তনের কিছু নেই। সবাই পেশাদার, যার যার দায়িত্ব জানে। এখানে আমার সমস্যা হওয়ার কোনো কারণ দেখছি না। বেশিরভাগ খেলোয়াড়ের সাথেই তো অনেক দিন ধরে খেলছি। আগেও এমন হয়েছে ৩-৪-৫ মাস পর এসে ওয়ানডে খেলেছি, অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নতুন কিছু না।”

উল্লেখ্য, দীর্ঘদিন পর আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে দুই দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে এইচপি ও জাতীয় দল

নতুন যুব দল গঠনের দায়িত্বে অপি-তালহা

‘পরিকল্পনাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ’

তিন টেস্ট খেলতে চায় না শ্রীলঙ্কা

সাকিব ফেরার আগে ডমিঙ্গোর চাওয়া প্রস্তুতি ম্যাচ