Scores

ক্যারিবীয়দের হয়ে গেইলের ‘প্রথম’

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিষ্প্রভ ছিলেন ক্রিস গেইলও। তবে হতাশার ম্যাচে অন্যরকম একটি রেকর্ড গড়েছেন ক্যারিবীয় তারকা। নিজেদের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০টি ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি।

ক্যারিবীয়দের হয়ে গেইলের ‘প্রথম’

Also Read - কোহলিদের সামনে পাত্তা পেল না ক্যারিবীয়রা


ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটি ছিল ব্রায়ান লারার, যিনি ক্যারিবীয়দের হয়ে ২৯৫টি ওয়ানডেতে মাঠে নেমেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯৬টি ওয়ানডে খেলে জাতীয় দলের রেকর্ডটি আগেই নিজের করে ফেলেন গেইল। রবিবার (১১ আগস্ট) ভাঙেন ক্যারিবীয় কোনো ক্রিকেটার হিসেবে ৩০০টি ওয়ানডে খেলার রেকর্ড।

রবিবারের আগে গেইল মাঠে নেমেছিলেন ২৯৯টি আন্তর্জাতিক ওয়ানডে। বিশ্ব একাদশসহ সব মিলিয়ে সমান সংখ্যক ওয়ানডে খেলেছিলেন কিংবদন্তী ব্রায়ান লারাও। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে গেইল সাবেক সতীর্থ কিংবদন্তী সিনিয়রকে পেছনে ফেলেন।


অনন্য এই কীর্তি গড়ে বেশ উচ্ছ্বসিত গেইল। বিশ্বকাপের আগে বলেছিলেন- বিশ্বকাপের পর আর খেলবেন না ওয়ানডে ক্রিকেট। তবে বিশ্বকাপ চলাকালেই বদলে ফেলেন সিদ্ধান্ত। সিদ্ধান্ত না বদলালে গড়া হত না দারুণ এই রেকর্ড।

গেইল বলেন, ‘৩০০ ওয়ানডে খেলতে পারা দারুণ এক অর্জন। আমি ভাবছিলাম ৩০০টি ওয়ানডে খেলতে পারব কি না। খেলতে পেরে ভালো লাগছে। কোনো সন্দেহ ছাড়াই এই ফরম্যাট খেলতে পছন্দ করি আমি। আমরা আরও ঐক্যবদ্ধ হতে চাই।’

মাইলফলক ছোঁয়ার ম্যাচে গেইল অবশ্য উজ্জ্বল ছিলেন না। ২৪ বলের মোকাবেলায় মাত্র ১১ রান করেই ফিরতে হয়েছে সাজঘরে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার জোয়ার

হোল্ডার-গ্যাব্রিয়েল তোপে ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

খেলা বন্ধের কারণ যখন ‘টাইগার’

সৌরভকে নাসেরের অতি প্রশংসা মনে ধরল না গাভাস্কারের