Scores

ক্যারিবীয় সিরিজকে সামনে রেখে দেশে ফিরলেন কোচিং স্টাফরা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা দেশে ফিরেছেন। তবে দলের অনুশীলনে তারা কবে যোগ দিতে পারবেন এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

ফাইনালের আগে বাংলাদেশ ছাড়লেন টাইগারদের তিন কোচ

ফিজিও জুয়ালিয়ান ক্যালেফাতো ও ট্রেনার নিকোলাস ট্রেভর লি আগেই এসেছিলেন বাংলাদেশে। ৭ জানুয়ারি ঢাকায় পা রাখেন নতুন ব্যাটিং কোচ জন লুইস। শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। বাকি ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সন্ধ্যা নাগাদ, বিকাল ৫টা ২০ মিনিটে তিনিও এসে পৌঁছান ঢাকায়।

Also Read - যুক্তরাষ্ট্রে খেলতে নিজ দেশকে বিদায় বললেন লঙ্কান তারকা

বিদেশ ফেরত হিসেবে স্বভাবতই কোয়ারেন্টিনে থাকতে হবে ডমিঙ্গোদের। লুইস এসেছেন যুক্তরাজ্য থেকে, যেখানে ভোগান্তি বাড়িয়েছে করোনার নতুন প্রজাতি। বিধি অনুযায়ী তাকে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। বিসিবি তার শর্ত শিথিলের জন্য আবেদন করেছে সরকারের কাছে।

তবে শঙ্কা আছে ডমিঙ্গো, গিবসন, কুকদের নিয়েও। আজ দেশে ফেরা এই তিন কোচকে ১৪ দিনের কোয়ারেন্টিনের গ্যাঁড়াকলে পড়তে হচ্ছে না। কিন্তু কমপক্ষে দুইবার করোনা নেগেটিভ হওয়ার পর কোয়ারেন্টিন থেকে মুক্তি পাবেন তারা। জাতীয় দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে আগামী ১০ জানুয়ারি। একইদিন থেকে শুরু হবে বায়োবাবলও। ডমিঙ্গোদের দুই দফা করোনা নেগেটিভ ফলাফল আসতে আসতে হয়ত একাকীই অনুশীলন শুরু করতে হবে খেলোয়াড়দের।

এই সিরিজে অবশ্য আসা হচ্ছে না স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির। তার পরিবর্তে ক্যারিবীয় সিরিজে তাইজুল ইসলামদের দীক্ষা দেবেন স্থানীয় কোচ সোহেল ইসলাম।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

৯ বছর পরে এডওয়ার্ডস ও ২ বছর পরে গেইল ফিরলেন

জাতীয় দলের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন গেইল

মালিঙ্গার অনুপস্থিতিতে নতুন অধিনায়কের অধীনে শ্রীলঙ্কা

মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে শৃঙ্খলার গুরুত্ব বোঝালেন ক্যারিবীয় অধিনায়ক