Scores

ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন ও মিরাজ

জিম্বাবুয়েকে সম্প্রতি ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে ছাড়া বাকি দুই ওয়ানডেতেই দাপটের সাথে জয় লাভ করে স্বাগতিকরা। বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত র‍্যাটিংয়ে।

বিরাটের মতো লিটনের ব্যাটিং উপভোগ করেন মাশরাফি

জিম্বাবুয়ের সাথে অসাধারণ ব্যাটিং করেছেন লিটন দাস। তামিমের সাথে যুগ্মভাবে সিরিজ সেরাও হয়েছেন তিনি।  অসাধারণ সিরিজের শেষে দেখা পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিং ও অবস্থানের। ৪৫৭ পয়েন্ট নিয়ে লিটনের আগের অবস্থান ছিল ৮৩। সিরিজ শেষে তার বর্তমান অবস্থান ৪১তম, সাথে রয়েছে পয়েন্ট ৫৭৩ রেটিং।

লিটনের মতো তামিমও ওপরে উঠেছেন ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে। সিরিজের আগে তামিম  ছিলেন ৩০তম অবস্থানে। অসাধারণ সিরিজ কাটিয়ে ও যুগ্মভাবে ম্যান অব দ্য সিরিজ হওয়ার ফলে উঠে এসেছেন ৩০তম অবস্থানে। তামিমের বর্তমান রেটিং ৬৬৩। যদিও এটি তার সেরা অবস্থান না। তামিমের ক্যারিয়ার সেরা রেটিং ছিলো এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Also Read - করমর্দন করবে অস্ট্রেলিয়া, নারাজ ইংল্যান্ড


ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখনো মুশফিকুর রহিম। ৬৯৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ১৯তম অবস্থানে রয়েছেন তিনি।

বোলারদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনিও দেখা পেয়েছেন তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ের। সিরিজের আগে ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে তার অবস্থান ছিল ১৫তম। সিরিজ শেষে মিরাজের অবস্থান এখন ১২তম। পেসার মুস্তাফিজুর রহমান রয়েছেন ১৬তম স্থানে ৬০৯ পয়েন্ট নিয়ে।

বাংলাদেশের পরবর্তী ওয়ানডে পাকিস্তানে। পাকিস্তানে এপ্রিল মাসে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। এরপর আইসিসি ওয়ানডে লীগ খেলতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল মে মাসে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়েই নতুন করে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিবেন তামিম ইকবাল।

তার আগে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। দইটি টি টোয়েন্টিই অনুষ্ঠিত হবে ঢাকায়।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বাৎসরিক হালনাগাদে ওয়ানডেতে পয়েন্ট হারাল বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে উন্নতি নিউজিল্যান্ডের, রেটিং হারাল বাংলাদেশ

ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচ বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সাথে ব্যবধান কমানোর সুযোগ বাংলাদেশের

হোয়াইটওয়াশে রেটিং বাড়ল বাংলাদেশের