Scores

ক্যারিয়ারের দুঃসময়ে মানসিক অবসাদে ভুগেছিলেন পেইন

ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষই হয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইনের। তবে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের ‘বল টেম্পারিং’ কাণ্ডে মোড় ঘুরে গিয়েছে টিম পেইনের। নিজের খারাপ সময়ে সোফায় বসে কাঁদতেন বর্তমান এ টেস্ট অধিনায়ক।

ক্যারিয়ারের কঠিন সময়ে হতাশায় ডুবে ছিলেন পেইন। ছবিঃ এএফপি

অ্যাডাম গিলক্রিস্টের পর পেইনকে টেস্টের জন্য উইকেটকিপার হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে ২০১০ সালে ইঞ্জুরির পর সেই আশায় ফাটল ধরে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি পেইন। নিজের দুঃসময়ে ভুগেছেন মানসিক অবসাদেও। অবশ্য সেই পেইন কিনা বর্তমান অস্ট্রেলিয়া দলের টেস্ট অধিনায়ক!

স্মিথ ও ওয়ার্নারের বল টেম্পারিং কাণ্ডের পর অনেকটাই ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়া দল। সেই বিধ্বস্ত অস্ট্রেলিয়াকে টেনে আবারো শিকড়ে তুলেছেন টিম পেইন। স্মিথের অনুপস্থিতিতে টেস্ট দলের দায়িত্ব পান পেইন। সেখান থেকেই ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছে এ অজি অধিনায়কের। তবে নিজের দুঃসময়ের কথাও ভুলতে পারেননি তিনি। সম্প্রতি এক ‘বাউন্স ব্যাক’ মানক পডকাস্টে নিজের দুঃসময়ের সৃতির কথা বর্ণনা দেন তিনি।

Also Read - অস্ট্রেলিয়ায় বর্ণবাদের শিকার হয়েছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা


“মনে আছে, যখন আমার বান্ধবী কাজে যেত, আমি ঘরে বসে থাকতাম। সোফায় বসে কাঁদতাম। খুবই অদ্ভুত ও কষ্টকর একটা সময় ছিল, ব্যাখ্যা করা কঠিন। শুধু মনে হতো, মানুষকে হতাশ করছি আমি। আমি লম্বা সময় ধরে রান করতে পারছিলাম না। খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। ম্যাচের আগে এত অস্বস্তিতে ভুগতাম, আমার বাস করাই কঠিন হয়ে পড়েছিল। এমন অবস্থা হয়েছিল, আমি আঘাত পাওয়ার ভয় পেতাম সব সময়। কী করব বুঝতাম না।”

ক্যারিয়ারের ওই দুঃসময়ে এতটাই ভেঙে পড়েছিলেন যে ক্রিকেটকেই ‘ঘৃণা’ করা শুরু করেছিলেন পেইন। তিনি আরও যোগ করেন,

“আমার খেলার সময় এলেই ঘৃণা করতাম। ভাবতাম এর চেয়ে দুনিয়ার অন্য যে কোনো কিছু করা ভালো কারণ, আমি তো ব্যর্থ হবই। কেউ জানত না কীসের মধ্য দিয়ে যাচ্ছি, বন্ধুরা নয়, এমনকি আমার সঙ্গীও জানত না।”

কঠিন সময়ে মানসিকভাবে ভেঙে পড়ায় মনোবিদের দারস্থ হয়েছিলেন এ অজি অধিনায়ক। তারপরেই নিজেকে নতুন করে ফিরে পেয়েছিলেন পেইন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা

‘সামাজিক মাধ্যম এড়িয়ে চলো’, ক্রিকেটারদের ল্যাঙ্গারের পরামর্শ

ফাওয়াদের ১১ বছরের বিরতিতে বদলে গিয়েছেন কোহলি-স্মিথরা

ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত

‘পরিকল্পনাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ’