Scores

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেও কোনো অপ্রাপ্তি, কোনো আক্ষেপ থাকতে পারে এটা হয়তো কখনো ভাবায় হয়নি। কিন্তু এই কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন তার ক্যারিয়ারে চিরদিনের দুইটা অপ্রাপ্তি আছে।

ক্যারিয়ারের দুইটা 'আক্ষেপ' জানালেন শচীন

ক্রিকেটের প্রতি শচীনের ভালোবাসা অবিরাম এবং তিনি ছিলেন কঠোর পরিশ্রমীও। ফলাফল হাতেনাতেই পেয়েছেন। ব্যাট হাতে হাজার হাজার রানের মালিক হয়েছেন উচ্চতায় ছোটখাটো এই মানুষটা। শারীরিক উচ্চতায় ছোটখাটো হলে কী হবে ব্যাট হাতে ঠিকই বাঘা বাঘা বোলারদের পিটিয়ে তুষ বানাতেন। বিশ্বের সেরা সব বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসাবে ১০০টি সেঞ্চুরি, ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। তারপর তার ক্যারিয়ারে অপূর্ণতা আছে; ভাবা যায়!

Also Read - চূড়ান্ত হলো পাকিস্তানের ইংল্যান্ড সফর


হ্যা, শচীন জানিয়েছেন তার ক্রিকেটের আদর্শ ছিলেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। ছোটবেলার নায়কের সাথে খেলার ইচ্ছা ছিল তার। কিন্তু সে ইচ্ছা পূরণ হয়নি। শচীনের ক্যারিয়ারের প্রথম দুঃখ এটাই। তিনি বলেন, ‘আমার দুইটা দুঃখ আছে। প্রথমটা হলো আমি কখনো সুনীল গাভাস্কারের সাথে খেলতে পারিনি। তিনি আমার ব্যাটিংয়ের আদর্শ ছিলেন। তার খেলা দেখেই আমি বড় হয়েছি। আমার অভিষেকের কয়েক বছর আগেই তিনি অবসর নেন। তার সাথে একই দলে খেলতে না পারাটা আমার একটা আক্ষেপ হয়েই থাকবে।’

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের বিপক্ষে খেলতে না পারাটাও শচীনের ক্যারিয়ারের একটা আক্ষেপ। অবশ্য শচীনের অভিষেকের পরে অবসর নিয়েছিলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। কিন্তু সেই তার দলের বিপক্ষে ভারতের হয়ে খেলার সৌভাগ্য শচীনের হয়নি।

৪৭ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটারের ভাষায়, ‘আরেকটা আক্ষেপ হলো, ক্রিকেটে আমার ছোটবেলার নায়ক স্যার ভিভিয়ান রিচার্ডসের বিপক্ষে খেলতে না পারা। অবশ্য আমি কাউন্টি ক্রিকেটে তার দলের বিপক্ষে খেলেছিলাম। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারার দুঃখটা থেকেই যাবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাবাকে হাসপাতালে রেখেই ক্যারিয়ার বাঁচাতে লড়ছিলেন বাটলার

শেষ দুই টেস্ট খেলবেন না স্টোকস; ছুটতে হচ্ছে নিউজিল্যান্ডে

নেই ব্রড-রুট ও ওপেনার, বিতর্কিত টেস্ট দল সাজালেন পূজারা

জেদের বশে ধোনির মাথায় বল ছুঁড়েছিলেন শোয়েব

রান না করলে এটাই ছিল আমার শেষ ম্যাচ : বাটলার