ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই নেমে বিশ্বরেকর্ড

প্রকাশিত হয়েছে - 2024-11-11T03:21:49+06:00
আপডেট হয়েছে - 2024-11-11T03:21:49+06:00
অভিষেক ঘটেছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে। সিরিজের দ্বিতীয় ম্যাচেই গ্লাভস হাতে মিচেল হে করেছেন বিশ্বরেকর্ড। লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডের রোমাঞ্চকর জয়ের দিন উইকেটকিপার হিসেবে মিচেল হে করেছেন ৬ ডিসমিসাল। আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ইতিহাসে এটিই এক ইনিংসে কোনো কিপারের সর্বোচ্চ ডিসমিসালের সংখ্যা।
শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মিচেল হে ডিসমিসালের খাতা খোলেন ষষ্ঠ ওভারে। লকি ফার্গুসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কুশল পেরেরা। লকি ফার্গুসনের হ্যাটট্রিকের তৃতীয় উইকেটেও ছিল মিচেল হের অবদান। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা খোঁচা দিলে তা চলে যায় মিচেল হের গ্লাভসে।
১০৯ রান তাড়া করতে থাকা শ্রীলঙ্কা চাপে পড়ে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে। পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন পাথুম নিসাঙ্কা আর ভানুকা রাজাপকাসে। তাদের জুটিও ভাঙেন মিচেল হে। মাইকেল ব্রেসওয়েলের বলে এক কঠিন ক্যাচ প্রথম চেষ্টায় লুফে নিতে না পারলেও দ্বিতীয় চেষ্টায় গ্লাভসবন্দী করেন মিচেল হে।
এরপর লঙ্কান ব্যাটার দুনিথ ভেল্লালাগে ব্রেসওয়েলের বলে কাট করতে গেলে তা তার কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। মিচের হের বিশ্বস্ত গ্লাভস সেই সুযোগও লুফে নেয়। ইনিংসের শেষ ওভারে মাথিশা পাথিরানা ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে বের হয়ে আসেন ক্রিজ থেকে, তখন তাকে স্টাম্পিং করে পাঁচ ডিসমিসাল পূর্ণ করেন মিচেল হে। এক বল পরে মাহিশ থিকশানা বল হাওয়ায় তুলে দিয়ে সেই ক্যাচ লুফে নিয়ে বিশ্বরেকর্ড গড়েন মিচেল হে। সাথে নিশ্চিত করেন নিউজিল্যান্ডের ৫ রানের জয়।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের মালিক এখন মিচেল হে। এর আগে এক ইনিংসে ৫ ডিসমিসাল ছিল আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, ভারতের মহেন্দ্র সিং ধোনি, কেনিয়ার ইরফান করিম, পাপুয়া নিউগিনির কিপলিন ডোরিগা, ডেনমার্কের তরনজিত ভরজ, সামোয়ার আফাপোনা ইলাওয়া এবং কুক আইল্যান্ডের মারা আভে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।