Scores

ক্যারিয়ারের ‘শেষ সময়ে’ মরকেল


এক দশক ধরে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলছেন ডানহাতি ফাস্ট বোলার মরনে মরকেল। অক্টোবরে ৩৩ পূর্ণ করে ৩৪ বছর বয়সে পা দিবেন এ ফাস্ট বোলার। মরকেল মনে করছেন ক্যারিয়ারের শেষ সময়ে আছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে মরকেল শিকার করেছেন নয় উইকেট। এ সিরিজ শেষেই নিজের ভবিষ্যত নিয়ে ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’- এর সাথে বসবেন বলে জানিয়েছেন মরকেল। ক্রিকইনফোকে নিজের দূরবর্তী ভবিষ্যতের ব্যাপারে তিনি বলেছেন, “আমি জানিনা। সফর শেষ হলে বিষয়টি দেখব।”

মরকেল বলেন, “আমি ক্রিকেট সাউথ আফ্রিকার সাথে কথা বলব এবং দেখতে চাই তারা আমাকে কোথায় রাখতে চায়।”

Also Read - বাংলাদেশে আসছেন রামানায়েকে?


তিনি মনে করেন এখনো তিনি যথেষ্ট ফিট। তবে ২০১৯ বিশ্বকাপের বাকি আরো দু’বছর। এ দুই বছরে বদলে যেতে পারে অনেক কিছুই।

তবে এখন আর কোনো বাড়তি চাপ নিতে চান না মরকেল। নিজেও জানালের ক্যারিয়ারের শেষ সময় পার করছেন। তিনি বলেন, “যখনই আমি বল হাতে নেই, প্রতিবার আমার জন্য তা একটা উপভোগ্য মুহূর্ত হয়ে দাঁড়ায়। অতীতে আমি নিজেকে অনেক চাপ দিতাম। কিন্তু আমি মনে করি এমন দিনগুলো এখন আর নেই।”

“আমি আমার ক্যারিয়ার এখন শুরু করছি না। আমার ক্যারিয়ার প্রায় শেষ। আমি শুধু মুহূর্তটা উপভোগ করছি,”
যোগ করেন মরকেল।

-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ বাউচার

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট এবার স্মিথের হাতে

ভিলজয়েন কেন দলে নেই- ডু প্লেসিসের অদ্ভুত ব্যাখ্যা!

ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

প্রোটিয়াদের সমস্যার সহজ সমাধান করে দিলেন পিটারসেন!