ক্যারিয়ার জুড়ে অনেক চড়াই-উতরাই দেখেছি : রিয়াদ
শতক হাঁকানোর পর সেই চিরচেনা ভঙ্গিতে শূন্যে ভেসে উদযাপনে কোনো নীরব প্রতিবাদ নেই, নিশ্চিত করেছেন রিয়াদ।

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-10-25T08:49:36+06:00
আপডেট হয়েছে - 2023-10-25T08:49:36+06:00
মাহমুদউল্লাহ রিয়াদকে বলা হয় 'সাইলেন্ট কিলার'। দলে তার অবদান অনেক হলেও অন্যান্য ক্রিকেটারদের মতো তাকে নিয়ে মাতামাতি হয় না। এইজন্যই হয়ত তার নামের সাথে জুড়ে গেছে 'সাইলেন্ট কিলার' তকমা। তবে এবার আর নীরবে না, সবরেই শতক হাঁকিয়ে দিয়েছেন নীরব বার্তা।
মাহমুদউল্লাহ রিয়াদ
চলতি বছর মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে আর দলে ছিলেন না রিয়াদ। তবে তিনি নিজের মতো পরিশ্রম করে যাচ্ছিলেন। মাঝে অনেকগুলো সিরিজে দলে না থাকলেও সরাসরি বিশ্বকাপে আবারো দলে ফেরেন তিনি। বিশ্বকাপেও অবশ্য সবগুলো ম্যাচ খেলতে পারেননি। একটি ম্যাচে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকানোর পর সংবাদ সম্মেলনে ক্যারিয়ারের এই নানান দিক নিয়ে রিয়াদ বলেন, "অনেক কিছুই বলতে চাই। তবে এটা সঠিক সময় নয়। পরে বলব ইনশাআল্লাহ। ক্যারিয়ারজুড়ে অনেক আপস অ্যান্ড ডাউন্স (চড়াই-উতরাই) দেখেছি। আলহামদুলিল্লাহ।"
কয়েক মাস আগেও দলে জায়গা দেওয়া যাচ্ছিল না যাকে, তাকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামতে দেখা যায় ছয়ে। অবশ্য কোচই রিয়াদকে ম্যাচের আগের দিন জানিয়েছিলেন যে তাকে আবারো ছয়ে ব্যাট করার সুযোগ দেওয়া হবে। তবে রিয়াদ ওসব নিয়ে ভাবেননি। স্ট্রাইক রেটে উন্নতি করে খেলার চেষ্টা করেছেন নিজের মতো করে।
এ বিষয়ে তিনি বলেন, "ব্যাটিং অর্ডার নিয়ে ভাবিনি। গতকাল কোচ বললেন ৬ নম্বরে ব্যাট করতে। এইতো… আমি আমার খেলা খেলার চেষ্টা করেছি। বিশেষ কিছু না। স্ট্রাইক রেট উন্নতি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ।"
দলের বাকি সবাই যখন ব্যর্থ, ৫৮ রানে পাঁচ উইকেট থেকে দলকে ২০০ রানের কোটা পার করান রিয়াদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকানোর পর সেই চিরচেনা ভঙ্গিতে শূন্যে ভেসে উদযাপন করতে দেখা যায় তাকে। তবে এটাকে শুধুই উদযাপন বলছেন রিয়াদ। তার উদযাপনে নেই কোনো প্রতিবাদ।
তিনি বলেন, "না, কোনো রকম প্রতিবাদ ছিল না। আলহামদুলিল্লাহ একশ হয়েছে। সেটার উদযাপন ছিল, বিশেষ কিছু না। জিততে পারলে হয়ত আরও বুনো উল্লাস করতাম। চেষ্টা করব পরের ম্যাচে যেন দলের জয়ে অবদান রাখতে পারি।"
উল্লেখ্য, বাংলাদেশের ১৪৯ রানে পরাজয়ের ম্যাচে রিয়াদ একাই লড়াই করে করেন ১১১ বলে ১১১ রান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।