Scores

ক্যারিয়ার বাঁচাতে আর দুই ম্যাচ সুযোগ পাবেন বাটলার!

ঠিক একবছর আগে বিশ্বকাপ জয়ের পরে সবার মুখে ছিল জস বাটলারের বন্দনা। কিন্তু বছর ঘুরতেই সেই দিনে নিজের ক্যারিয়ার নিজে ভাবতে বসতে হচ্ছে তাকে। তবে ভিন্ন সংস্করণে। টেস্ট ক্রিকেটের পড়তি পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে চলছে সমালোচনা।

ক্যারিয়ার বাঁচাতে আর দুই ম্যাচ সুযোগ পাবেন বাটলার!টেস্ট ক্রিকেটে ৪২টি ম্যাচ খেলেছেন বাটলার। যেখানে তার সংগ্রহ ২১৭১ রান। ব্যাটিং গড় ৩১.৪৬। ৭৫ ইনিংসে শতক হাঁকিয়েছেন মাত্র একটি। তবে পঞ্চার্শোর্ধ্ব ইনিংস খেলেছেন ১৫টি। কিন্তু টেস্ট ক্যারিয়ারে ধারাবাহিকতা রাখতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। যার কারণে আগেও দল থেকে বাদ পড়াসহ সমালোচনায় বিদ্ধ হয়েছেন।

Also Read - সেদিন স্নায়ুচাপ সামলাতে 'সিগারেট বিরতি' নেন স্টোকস

সাবেক ইংলিশ ব্যাটসম্যান ড্যারেন গুচ মনে করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুই টেস্টে ভালো না করলে বাটলারের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের মেধার প্রশংসা করেন সাবেক ক্রিকেটার কিন্তু টেস্টের জন্য তাকে ফিট মনে করেন তিনি।

গুচের ভাষায়, ‘আমার মনে হয়, ক্যারিয়ার বাঁচানোর জন্য বাটলারের হাতে আর মাত্র দুইটি ম্যাচ আছে। ও দারুণ একজন ব্যাটসম্যান। সব ধরনের শট আছে ওর হাতে। তরুণেরা ওকে অনুসরণ করেন। কিন্তু টেস্ট ক্রিকেটে ও যেভাবে খেলছে সেটা ওর কাছে প্রত্যাশা করি না। এভাবে টেস্ট ক্রিকেটে টিকা যাবে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে হেরে গিয়েছে ইংল্যান্ড। ম্যাচটিতে বাটলার প্রথম ইনিংসে ৩৫ ও দ্বিতীয় ইনিংসে ৯ রান সংগ্রহ করেই প্যাভিলিয়নে ফিরে যান। ফলে তার টেস্ট ক্যারিয়ার নিয়ে আবার সমালোচনা শুরু হয়েছে।

এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান জো ডেনলিকে নিয়েও সমালোচনা করেন গুচ। ২০০০ সালের পরে অভিষিক্ত ৪৭ জন ইংলিশ ব্যাটসম্যানের মধ্যে সর্বনিম্ন ব্যাটিং গড়ধারী তিনজনের একজন বলে ডেনলির দলে জায়গা পাওয়াকে অতি সৌভাগ্য বলে উল্লেখ করেন গুচ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

পান্ট-পুজারার ব্যাটে চড়ে ভারতের সিরিজ জয়

অনুশীলনে সৌম্যর ‘গলায়’ বলের আঘাত

সৌম্য ছাড়াও ‘৭’ এ বিবেচনায় আছেন মিঠুন, আফিফ

৪ এ ব্যাটিং করতে সাকিবের কোনো সমস্যা নেই : তামিম

রুটের ফোনকল পেলেন একাকী সেই ভক্ত