Scores

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে সাকিব-তামিম

লিডস ও ঢাকা টেস্টের পর টেস্ট র‍্যাংকিংয়ে হালনাগাদ করা যেন বাধ্যতামূলক হয়ে পড়েছিল। অবশেষে ঢাকা টেস্ট শেষ হওয়ার পরপরই রোমাঞ্চকর টেস্ট দুটির পারফরমেন্স কাটাছেঁড়া করে র‍্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর তাতে ভিন্ন ক্যাটাগরিতে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে উঠে এসেছেন বাংলাদেশ দলের দুই প্রাণভ্রমরা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

র‍্যাংকিংয়ে সাকিবের উত্থান ঘটেছে বোলিং ফরম্যাটে, ব্যাটিং ফরম্যাটে উন্নতি ঘটেছে তামিমের। এতে দুজনই অবস্থান করছেন এই ফরম্যাটে নিজেদের পুরো ক্যারিয়ারের সেরা পজিশনে।

Also Read - চট্টগ্রাম টেস্টঃ সমীকরণের মারপ্যাঁচে র‍্যাংকিং


ঢাকা টেস্ট শুরুর আগে তামিম ছিলেন টেস্ট র‍্যাংকিংয়ের ২০তম ব্যাটসম্যান। টেস্টে দুই ইনিংসে ম্যাচ বাঁচানো ৭১ ও ৭৮ রানের ইনিংস দুটি খেলে তামিম সমৃদ্ধ করেছেন নিজের পরিসংখ্যানকেও, সেই সাথে র‍্যাংকিংয়ে ছয় ধাপ লাফিয়ে উঠে এসেছেন তালিকার ১৪তম স্থানে।

১৪তম স্থানে অবস্থান করছেন সাকিবও, তবে সেটি বোলারদের র‍্যাংকিংয়ে। ১৭তম স্থানে থেকে ঢাকা টেস্ট শুরু করা সাকিব অজিদের বিপক্ষে দুটি ইনিংসেই নিয়েছেন পাঁচটি করে উইকেট। এতে কয়েকটি রেকর্ড গড়ার পাশাপাশি এগিয়েছেন র‍্যাংকিংয়েও। তিন ধাপ এগিয়ে বিশ্বের অন্যতম সেরা স্পিনার টেস্ট বোলারদের তালিকার ১৪তম স্থানটি দখল করে আছেন দাপটের সাথে।

বোলিং র‍্যাংকিংয়ে এগিয়েছেন ঢাকা টেস্টে চমক দেখানো আরও দুই স্পিনার তাইজুল ইসলাম মেহেদী হাসান মিরাজও। চার ধাপ উন্নতিতে তাইজুল উঠে এসেছেন ৩২তম স্থানে। ৩০তম বোলার হিসেবে মিরাজ এগিয়েছেন তিন ধাপ।

এদিকে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ক্যারিয়ার সেরা ৪৮৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব ঢাকা টেস্ট শেষ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডারের মতো করেই। এই ম্যাচে মোট ৮৯ রান এবং ১০ উইকেট শিকারে অন্য অলরাউন্ডারদের চেয়ে সাকিব টেস্ট র‍্যাংকিংয়ের টেবিলে এগিয়ে আছেন বেশ খানিকটা।

এদিকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রভাবও পড়েছে র‍্যাংকিংয়ে। নাটকীয় জয়ে সিরিজে সমতা ফেরানোয় মূল ভূমিকা রাখা দুই ক্যারিবীয় ব্যাটসম্যান ব্রেথওয়েট ও হোপ দুজনই আছেন নিজেদের সেরা অবস্থানে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের